কলকাতা: ছাত্রছাত্রীদের স্বার্থে গত বছর স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী বৃহস্পতিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আরও ৭ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী নিজে বেশ কিছু পড়ুয়ার হাতে কার্ড তুলে দেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- স্কুল শিক্ষায় বেসরকারিকরণ? অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
উল্লেখ্য, গত ২ জানুয়ারি স্টুডেন্টস ক্রেডিট কার্ড কর্মসূচি গ্রহণ করার কথা থাকলেও করোনার দাপটে তা বাতিল করা হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি সেই কর্মসূচি পালন করা হবে৷ প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ১ লক্ষ ১৭ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক ২৩ হাজারের বেশি আবেদন মঞ্জুর করা হয়েছে। ১৬০০-এর বেশি আবেদন মঞ্জুর হয়েছে উত্তর ২৪ পরগনায়। এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি আবেদন বাতিল করা হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক ১৫ হাজার পড়ুয়ার উচ্চশিক্ষার জন্য ঋণের আবেদন মঞ্জুর করেছে। মোট ঋণের পরিমাণ ৪৫৪ কোটির বেশি। ব্যাঙ্কের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৩৯ হাজারের বেশি আবেদন।
স্টুডেন্টস ক্রেডিটকার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে পড়ুয়ারা। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারেন্টার হবে রাজ্য সরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হয়। এছাড়া, কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপের জন্যেও ঋণ দেওয়া হয়। ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে পাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>