কলকাতা: রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যানিধি স্কুলে উত্তেজনা৷ ইভিএম ভাঙচুরের অভিযোগ৷ বহিরাগতরা এসে বাম, কংগ্রেসের এজেন্টদের মারধর করে বুথ থেকে বার করে দেয় বলে অভিযোগ৷ কংগ্রেস প্রার্থীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ মারধর করা হয় বাম এজেন্টকেও৷ পরে বুথে ঝুকে পাল্টা তাণ্ডব চালায় বিরোধী দলের প্রার্থী সমর্থকরা৷ এই অশান্তিতে ভয়ে ভোটাররা৷ এই উত্তেজনার মধ্যে দেখা মেলেনি প্রিসাইডিং অফিসারের৷
আরও পড়ুন- ভোট শুরুর আগেই উত্তেজনা, কামারহাটি ও কালনায় বাইকবাহিনীর দাপট
অভিযোগ, সকাল সাড়ে ৬টা নাগাদ বহিরাগত গুণ্ডারা এসে সমস্ত বিরোধী দলের পোলিং এজেন্টদের মারধর করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহার নেয় সোনারপুরের ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যানিধি স্কুলের বুথ৷ সমস্ত বিরোধী দলের কর্মী সমর্থকরা উপস্থিত হন স্কুলে৷ এই অশান্তির মধ্যে নিরুপায় ভাবে বসে আছেন ভোটকর্মীরা৷ ভোটগ্রহণের সমস্ত নথি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তায়৷ বিরোধীরা পুলিশকর্মীদের লক্ষ্য করে বলেন, আপনারা যেমন চাইছেন তেমন করে ভোট করান৷ পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলেও দাবি৷ অভিযোগ, বাবুলাল দেবনাথ, সোমনাথ বনিকের নেতৃত্বে বিভিন্ন বাইক বাহিনী বুথে বুথে ঢুকে এজেন্টদের মারধর করেছে৷ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বুথে৷ পুলিশের সঙ্গেও বিরোধীদের বচসা বাধে৷ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>