কলকাতা: কড়া নিরাপত্তায় শুরু রাজ্যের ১০৮টি পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব৷ কিন্তু ঘড়ির কাটায় ৭টা বাজার আগেই বিভিন্ন জায়গা থেকে মিলতে শুরু করেছে অশান্তির খবর৷ সকাল থেকেই উত্তপ্ত কামারহাটি৷ কামারহাটির ২৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা৷ চলছে বাইক বাহিনীর দাপট৷ প্রায় ৩০-৪০টা বাইক ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ঘুরছে৷ অভিযোগ, প্রচুর বহিরাগত ঢুকে পড়েছে কামারহাটিতে৷ এই বহিরাগতরা ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে অভিযোগ বিরোধীদের৷
আরও পড়ুন- আনিস-কাণ্ডে SFI-DYFI এর SP অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, রণক্ষেত্র পাঁচলা
ভোট শুরুর আগেই বহিরাগত বাইক বাহিনীর ছবি উত্তর চব্বিশ পরগণায়৷ একই ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের কালনায়৷ কালনা কলেজের সামনে দলে দলে বাইক নিয়ে হাজির বহিরাগতরা৷ কিন্তু সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই ইউটার্ন নেয় তারা৷ প্রতিটি বাইকে সওয়ার দুই থেকে তিনজন৷ ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা৷ কালনার অলিগলি গাপিয়ে বেড়াচ্ছে এই বাইকবাহিনী৷ এমনটাই অভিযোগ বিরোধীদের৷
রাজ্যের পুরনিগমগুলিতে ভোট শেষ হয়েছে আগেই। আজ রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোট। দিনহাটা পুরসভা ইতিমধ্যে চলে গিয়েছে তৃণমূলের দখলে। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ বর্ব। ভোটের আগের রাত থেকেই বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>