উত্তর ব্যারাকপুরে তাণ্ডব! নির্দল প্রার্থীকে বেধড়ক মার, চড়-ঘুষি-লাথি

উত্তর ব্যারাকপুরে তাণ্ডব! নির্দল প্রার্থীকে বেধড়ক মার, চড়-ঘুষি-লাথি

কলকাতা: উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে ব্যাপক মারধর৷ এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি৷ মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই চলে হুমকি৷ 

আরও পড়ুন- উত্তর দমদমে তুলকালাম, বাম প্রার্থীকে ফেলে মারধর, সংবাদমাধ্যমের ক্যামেরা বন্ধের চেষ্টা

বুথের ১০০ মিটার দূরেই ওই নির্দল প্রার্থীর বাড়ি৷ তিনি শুধু নির্দল প্রার্থী নন৷ গত ১০ বছর এই ওয়ার্ড থেকেই তৃণমূলের কাউন্সিলার ছিলেন তিনি৷ এবছর টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান৷ তাঁর অভিযোগ, সকাল থেকে বিভিন্ন বুথে অশান্তি হচ্ছে৷ সেই সকল অভিযোগ নিয়ে তিনি যখন একটি বুথে যান তখনই তাঁকে বেধরক মারধর করা হয়৷ প্রথমে তাঁকে একদল লোক ঘিরে ফেলে৷ একপ্রস্থ তর্কাতর্কির পর তাঁকে সপাটে চড় মারা হয়৷ তার পরেই শুরু হয় এলোপাথাড়ি মার৷ এই ঘটনায় আহত হন নির্দল প্রার্থী দেবাশিস দে৷ তাঁর পাঞ্জাবীও ছিঁড়ে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, সেই সময় বুথে একাই গিয়েছিলেন তিনি৷ ভোটের সকালে এমন ছবি নিশ্চিত ভাবেই আশঙ্কার৷ 

দেবাশিসবাবু বলেন, একজন ভোটার অভিযোগ করেন, তাঁকে ভোট দিতে দেওয়া হচ্ছে না৷ তাঁকে লাইন থেকে সরিয়ে দেওয়া হয়৷ তৃণমূল কংগ্রেসের কেন বদনাম করছ? বলতেই আক্রমণ৷  অন্যদিকে, তৃণমূলের দাবি নির্দল প্রার্থী ভোটে বাধা দিতে এসেছিলেন৷ এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷