দমদম: ২০টি জেলার ১০৮টি পুরসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব৷ সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে আসছে৷ উত্তর দমদম পুরসভায় বাম প্রার্থীকে ধাক্কাধাক্কির অভিযোগ৷ উত্তর দমদমের ৩১ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী শিবশঙ্কর ঘোষকে ফেলে ব্যাপক মারধর করা হয়৷ শুধু তাই নয়, তাঁর এজেন্টদেরও বুথে বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ পাশাপাশি ভোটারদের প্রভাবিত করার চেষ্টাও হয়েছে৷ বহিরাগতরা সকাল থেকেই বাইক নিয়ে এলাকায় ঘুরছে৷ বাইরবাহিনীর দাপটে আতঙ্কে রয়েছেন ভোটাররা৷
আরও পড়ুন- ভোট শুরুর আগেই উত্তেজনা রাজপুর সোনারপুরে, ইভিএম ভাঙচুর
এদিকে, সাধারণ ভোটারদের নিয়ে বুথের দিকে এগিয়ে যান বাম প্রার্থী৷ বহিরাগতদের তাণ্ডবে তাঁরা কেউই সকাল থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি৷ এক ভোটারের অভিযোগ, সকালে ভোট দিতে গেলেও তৃণমূল ভোট দিতে দেয়নি৷ স্লিপ করে নেওয়া হয় তাঁর৷ অপর এক ভোটারকে আবার মারধরের অভিযোগ উঠেছে৷ এর পরেই আলিপুর অঞ্চলের মানুষ একত্রিত হয়ে ভোট দিয়ে যান৷ তবে গোটা এলাকায় একজন পুলিশকর্মীরও দেখা মেলেনি৷ এর মাঝেই জড়ো হয়ে থাকা বহিরাগতদের সঙ্গে ভোটারদের হাতাহাতি শুরু হয়৷ বহিরাগত মহিলারা মহিলা ভোটারদের ধাক্কা দেয়৷ এক বহিরাগত সংবাদমাধ্যমের ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেন৷ সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে উত্তর দমদম৷
উত্তর দমদমের পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ কলকাতাও৷ ২২ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীকে ঘিরে ধাক্কাধাক্কির অভিযোগ৷ মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>