খড়্গপুরে হিরণের জয়েও মান বাঁচল না পদ্মের, ফের প্রজ্জ্বলিত তৃণমূলের প্রদীপ

খড়্গপুরে হিরণের জয়েও মান বাঁচল না পদ্মের, ফের প্রজ্জ্বলিত তৃণমূলের প্রদীপ

cb4e15aa76b475b7808bddc57a784f3d

খড়্গপুর: পুরভোটে সবুজ ঝড়ে ঝরে পড়েছে পদ্ম। তারই মধ্যে অস্তিত্ব বাঁচিয়ে রাখলেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। একুশের বিধানসভা ভোটের পর পুরভোটেও জয়ী তিনি। বিধানসভা ভোটের জয়ই আশা জাগিয়েছিল দলের নেতৃত্বদের মনে। ফল ভালো করার আশাতেই প্রার্থী করা হয়েছিল বিধায়ক হিরণকে৷ দলের মান রেখেছেন তিনি৷ কিন্তু হাতছাড়া পুরসভা৷ 

আরও পড়ুন- ভোট দিতে পারেননি অর্জুন, ভাটপাড়াতেও পদ্মের ফোটা হল না

পুরসভোটে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে ১২৯ ভোটে জিতেছেন হিরণ৷ তবে পুরসভা দখল নিয়ে পারেনি গেরুয়া শিবির৷ ৩৫ ওয়ার্ডের পুরসভায় ২০টিতে জিতে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল৷ বিজেপি জিতেছে মাত্র ৬টি আসনে৷ অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলের প্রদীপ৷ উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই হিরণের কাছেই পরাজিত হয়েছিলেন তিনি৷  সবকিছু ঠিক থাকলে প্রদীপই ফের খড়্গপুর পুরসভার চেয়ারম্যান হতে চলেছেন৷ তৃণমূলের অন্দরে তেমনই খবর৷ 

দীর্ঘ দিন খড়্গপুরে শক্তিশালী ছিল কংগ্রেস। জ্ঞানসিংহ সোহন পাল দীর্ঘদিন কংগ্রেস বিধায়ক ছিলেন৷ এ বারের পুরভোটেও তুলনামূলক ভাবে কংগ্রেসের ফল বেশ ভালোই৷ ৬টি ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থী৷ সিপিএম এবং সিপিআই জিতেছে ১টি করে ওয়ার্ডে। নির্দল প্রার্থী জিতেছেন ১টিতে৷ তবে ৩৩ নম্বর ওয়ার্ডের দিকে এবার বিশেষ নজর ছিল৷ প্রার্থী ঘোষণার আগেই রেল শহরের চর্চায় ছিল বিজেপি’র অর্ন্তদ্বন্দ্ব৷ তাছাড়া এক সময় খড়্গপুরের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ৷ ভোটের আগে হিরণ আর দিলীপের দূরত্ব ছিল রাজ্য রাজনীতির চর্চায়৷