রাজ্যকে একটা সুযোগ! রামপুরহাট কাণ্ডে কড়া নির্দেশ দিল হাইকোর্ট

রাজ্যকে একটা সুযোগ! রামপুরহাট কাণ্ডে কড়া নির্দেশ দিল হাইকোর্ট

কলকাতা: রামপুরহাট কাণ্ড নিয়ে কড়া এবং গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে মোট ৭ টি মামলা দায়ের হয়েছে আদালতে। আজকের শুনানিতে কার্যত হইহই হয় কারণ সব বিরোধী দলের পক্ষের আইনজীবী তৃণমূল সরকারের সমালোচনা করে। আপত্তি জানান হয়ে সিট নিয়েও। সেই শুনানির পরেই আদালত কড়া নির্দেশ দিল।

আরও পড়ুন- দুর্ঘটনা নয়! বগটুই গ্রামে কীভাবে আগুন লাগল জানিয়ে দিল সিট

এদিনের শুনানিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানান হয়েছে, তদন্ত দ্রুত করে সত্য সামনে আনতে হবে। একটা সুযোগ রাজ্যকে দেওয়া হবে তদন্ত-সহ কেস ডায়রি, রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি বলা হয়েছে, নিশ্চিত করতে হবে যে ওই জায়গার কোনও তথ্য নষ্ট হয়নি। সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত জায়গায় সব কোন থেকে ক্যামেরা লাগাতে হবে। ক্যামরা যেন সব রেকর্ড করে তা নিশ্চিত করতে হবে। কোনও তথ্য যেন নষ্ট না হয়। পর্যাপ্ত ক্যামেরার মেমোরি রাখতে। আদালতের পরের নির্দেশ ছাড়া রেকর্ড যেন বন্ধ না করা হয়। আরও নির্দেশ, জেলা আদালতের বিচারকের নজরদারিতে সিসিটিভি মনিটরিং করা হবে।

আদালতের আরও নির্দেশ, ফরেন্সিক পরীক্ষার জন্য সিএফএসএল, দিল্লিকে দ্রুত ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করতে হবে। ডিজি, আইজিপি ও পূর্ব বর্ধমানের জেলা জজ প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে। সমস্ত ময়নাতদন্ত করা হবে ভিডিয়োগ্রাফির নজরদারিতে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ফের শুনানি এই মামলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nine =