বগুটুই কাণ্ডে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য? আগেভাগেই দাখিল ক্যাবিয়েট

বগুটুই কাণ্ডে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য? আগেভাগেই দাখিল ক্যাবিয়েট

কলকাতা:  বগটুই-কাণ্ডের তদন্তভার বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাত থেকে সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী কৌস্তভ বাগচী এবং অনিন্দ্য সুন্দর দাস৷ এই মামলায় এক তরফা শুনানি এড়াতে তাই আগেভাগে ক্যাভিয়েট দাখিল করেন তাঁরা৷ 

আরও পড়ুন- জেরা করলেই মিলবে অন্য নাম! আনারুলকে পুলিশি হেফাজত দিল আদালত

এদিন  হাই কোর্ট জানায়, এখন থেকে বগটুই কাণ্ডের তদন্ত করবে না রাজ্য সরকারের গঠিত সিট৷ হাই কোর্টের নজরদারিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘আমরা রামপুরহাটের ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেছি। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত মনে করছে এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতেই দেওয়া উচিত। বিচার এবং সমাজে প্রতি ন্যায়ে স্বচ্ছ তদন্ত করে সত্য প্রকাশ্যে অনাটা অত্যন্ত জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই এই মামলাটি সিবিআই-র হাতে তুলে দিতে চায় আদালত। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক।’’  শুধু তাই নয় সিবিআই-এর হাত বিশেষ ক্ষমতাও দিয়েছে আদালত৷ বলা হয়েছে, যে কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবে সিবিআই। পরবর্তী শুনানি হবে ৭ এপ্রিল৷ তার আগে তদন্তের অগ্রগতি সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে।

এর পরেই সিবিআই তদন্তের নির্দেশের পক্ষে ক্যাভিয়েট দাখিল করা হয় সুপ্রিম কোর্টে। এদিন শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন দুই জনস্বার্থ মামলাকারী আইনজীবী কৌস্তুভ বাগচি ও আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। অর্থাৎ, রামপুরহাট কাণ্ডে মোট দুটি ক্যাভিয়েট দাখিল করা হল৷