পরা যাবে না টর্ন জিন্স! খাস কলকাতার কলেজে পোশাক ফতোয়ায় বিতর্ক তুঙ্গে

পরা যাবে না টর্ন জিন্স! খাস কলকাতার কলেজে পোশাক ফতোয়ায় বিতর্ক তুঙ্গে

2651ba2ecdef3b05032252e19efe9f6e

কলকাতা:  দেশজুড়ে হিজাব বিতর্কের মধ্যে এবার খাস কলকাতায় পোশাক ফতোয়া৷ কলেজে পরা যাবে না টর্ন জিনস৷  আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের সাম্প্রতিক বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের ঝড়। সেখানে বলা হয়েছে, কেউ টর্ন জিনস বা ছেঁড়া জিনস পরে কলেজে আসতে পারবে না৷ কলেজ কর্তৃপক্ষের সাফ নির্দেশ, নিয়ম না মানলে সংশ্লিষ্ট পড়ুয়াকে টিসি দিয়ে দেওয়া হবে৷ 

আরও পড়ুন- তোলাবাজির কারণেই রামপুরহাট কাণ্ড, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

গত ২৩ মার্চ কলেজ কর্তৃপক্ষের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র কলেজ পড়ুয়ারাই নয়, কলেজের কর্মীদের জন্যেও একই নিয়ম প্রযোজ্য হবে। ছেঁড়া-ফাটা কোনও পোশাক বা  জিন্স পরে কলেজে প্রবেশ করা যাবে না। কারণ হিসাবে বলা হয়েছে, এই ধরনের পোশাক ভদ্র নয়। এরকম পোশাক পরলেই টিসি দিয়ে দেওয়া হবে৷ 

এই বিষয়ে প্রশ্ন করা হলে, কলেজের অধ্যক্ষ পূর্ণ চন্দ্র মাইতি বলেন, কলেজে এই ধরনের পোশাক পরা শোভনীয় নয়৷  তাই এই নির্দেশিকা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, দিনের পর দিন ছেঁড়া জিনস পরে পড়ুয়াদের কলেজে আসতে দেখেছেন তিনি। এমনকী এই ধরনের পোশাক পরে তাঁর ঘরেও প্রবেশ করেছিলেন অনেকে৷ সেই সময় শালীন পোশাক না পরায় ওই পড়ুয়াদের ঘর থেকে বের করে দিয়েছিলেন৷ উল্লেখ্য, অধ্যক্ষের নিজের ছেলে এবং মেয়েও ওই কলেজেই পড়াশোনা করেন।

অধ্যক্ষ জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত করেছেন৷ পোশাক নিজের ব্যক্তিগত পছন্দ৷ কিন্তু, তিনি মনে করেন, ‘ফ্যাশন’ বাইরেই থাকা উচিত৷ কলেজের মধ্যে এসব চলে না৷ সেই সঙ্গে সাফ জানিয়েছেন, নির্দেশিকা না মানা হলে অভিভাবককে ডেকে কলেজ থেকে বহিষ্কার করা হবে৷ খাস কলকাতায় এমন পোশাক ফতোয়া নিশ্চিতভাবেই নজিরবিহীন৷ কলেজ কর্তৃপক্ষের নির্দেশিকায় শুরু হয়েছে বিতর্ক৷