কলকাতা: বগটুই-কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর বিস্ফোরক দাবি, ‘‘ভাদু শেখের মৃত্যুর পর মমতাই বলেছিলেন কয়েকটা বাড়ি জ্বলছে জ্বলুক৷’’ এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা৷ তাঁর দাবি, বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন পরীক্ষা করলেই এই সত্য বেড়িয়ে আসবে৷ শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষিতে অনুব্রত বলেন, ‘‘শুভেন্দু একটা গাড়ল৷ আশা করি কেউ গাড়লের কথার গুরুত্ব দেবে না৷’’
আরও পড়ুন- বিধানসভায় হট্টগোল! পাহাড় থেকে ফোনে খোঁজ নিলেন মমতা
রবিবার সন্ধ্যায় নন্দীগ্রামের একটি দলীয় সভা থেকে রামপুরহাটের বগটুইয়ের ঘটনা নিয়ে মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘সেদিন পুলিশমন্ত্রী নিজে বলেছিলেন, ভাদুকে মেরেছে, কয়েকটা বাড়ি জ্বলুক না।” বিতর্ক উস্কে শুভেন্দু আরও বলেন, ‘‘বগটুইয়ে গণহত্যা ঘটেছে খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে।’’ তার নিশানা থেকে বাদ যাননি কেষ্টাও। শুভেন্দু বলেন, “অনুব্রত মণ্ডলের মোবাইল পরীক্ষা করলেই সত্যিটা ধরা পড়ে যাবে৷ ওই দিন কতক্ষণ তিনি ফোনে এবং হোয়াটসঅ্যাপে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, তা জানতে পারবেন তদন্তকারী অফিসাররা৷ প্রমাণ হয়ে যাবে পুলিশমন্ত্রীর নির্দেশেই সবটা হয়েছিল৷ তিনিই বলেছিলেন,‘ভাদুকে মেরেছে, কয়েকটা বাড়ি জ্বলুক না।”
মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু আরও বলেন, “মমতা ১১ বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী৷ পুলিশমন্ত্রী হিসেবে উনি ফেল, ওঁর পুলিশও ফেল। আপনার (মমতার) রাজ্যের আইনশৃঙ্খলা ফেল”। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উনি কেন্দ্রকে জানিয়েছেন বলেও হুঁশিয়ারি দেন। ‘বধ্যভূমি’ পশ্চিমবঙ্গে অবিলম্বে হস্তক্ষেপ করার আর্জিও জানিয়েছেন। ৩৫৫ ধারা প্রয়োগ করবেন নাকি ৩৫৬ ধারা সেটা আপনাদের সরকারের ব্যাপার।” এখানে থেমে না থেকে শুভেন্দু আরও বলেন, ‘‘এই রাজ্যে গণতন্ত্র শেষ৷ প্রতিটি নির্বাচনে ভোট লুঠ করাটা এখন ট্রেন্ড।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>