কলকাতা: রামপুরহাট-হত্যাকাণ্ডে উত্তপ্ত বিধানসভা৷ তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে তুমুল হাতাহাতি৷ ঝরেছে রক্ত৷ নাক ফেটেছে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের৷ অন্যদিকে, চোট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়করা৷ ইএম বাইপাসের উপর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের৷ অন্যদিকে, এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন অসিত মজুমদার৷
আরও পড়ুন- ‘তোলামূল টাটা-বাইবাই’, তৃণমূলকে উৎখাত করতে ডাক শুভেন্দুর
সূত্রের খবর, মনোজ টিগ্গা, লক্ষণচন্দ্র ঘরাই, নরহরি মাহাতো, শিক্ষা চট্টোপাধ্যায়, চন্দনা বাউড়ি, অজয় পোদ্দার ও চন্দ্র বারুই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন৷ এমার্জেন্সি বিভাগে তাঁদের পরীক্ষা নীরিক্ষা করে দেখছেন চিকিৎসকরা৷ তাঁদের শরীরের প্যারামিটার ঠিক রয়েছে কিনা, ধস্তাধস্তির জেরে শরীরে কোনও ক্ষত তৈরি হয়েছে কিনা, সেই সব দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে তাঁদের হাসপাতালে ভর্তি করা হবে৷ তবে এখনও পর্যন্ত কাউকে হাসপাতাসে ভর্তি নেওয়া হয়নি৷
সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিধানসভা৷ তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতিতে ধরল রক্ত, ভাঙা হল লাইট, চেয়ার৷ শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ৷ তবে তাঁদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ করা হয়েছে তাতে আগামী বছর পর্যন্ত কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না তাঁরা। বিধানসভার এই নজিরবিহীন অশান্তির খবর মুখ্যমন্ত্রীকে ফোনে জানান ফিরহাদ হাকিম। এর পরেই এফআইআরের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, আজই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বগটুই নিয়ে কথা হয় তাঁদের মধ্যে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>