কলকাতা: গরু পাচার মামলায় বুধবার নিজেম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ তিনি আগামীকাল সিবিআই দফতরে হাজিরা দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ তবে মঙ্গলবার বোলপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন তিনি৷ বিকেল পৌনে চারটে নাগাদ রওনা দেন অনুব্রত৷
আরও পড়ুন- এসপি সিনহাকে ফের জিজ্ঞাসাবাদ করবে CBI, ৯৮ জনকে চিহ্নিত করবে রাজ্য পুলিশ, নির্দেশ হাই কোর্টের
কেন হঠাৎ কলকাতায় আসছেন তৃণমূলের জেলা সভাপতি? সে বিষয়ে অবশ্য মুখে কুলুপ অনুব্রতর৷ তবে কি সিবিআই তদলে সাড়া দিয়েই কলকাতায় আসছেন তিনি? এর আগেও একাধিকবার তলব করা হয়েছে তাঁকে৷ তবে প্রতিবারই অসুস্থতার ওজরে হাজিরা এড়িয়েছেন৷ এমনকী সিবিআই দফতরে না গিয়ে তিনি রক্ষাকবচ চাইতে পৌঁছে গিয়েছেন হাই কোর্টে৷ এর মধ্যে রক্ষাকবচ পেয়েও ছিলেন তিনি৷ তবে তা আপাতত শেষ হয়েছে৷ তাই অনেকেরই ধারণা, মঙ্গলবার অনুব্রতর কলকাতায় আসার পিছনে রয়েছে সিবিআই ফ্যাক্টর৷ সম্ভবত বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেবেন তিনি৷
তবে কেউ কেউ বলছেন, কলকাতায় চিকিৎসা করাতে আসছেন অনুব্রত৷ চিকিৎসার কারণেই বুধবার সিবিআই দফতরে নাও যেতে পারেন তিনি৷ আবার একটা অংশ বলছেন দলের কাজে কলকাতায় আসছেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, কলকাতার আসার বিষয়ে অনুব্রত কারও সঙ্গে কোনও আলোচনা করেননি৷ ফলে সঠিকটা কাররই জানা নেই৷
সম্প্রতি কলকাতা হাই কোর্ট অনুব্রতকে ফের রক্ষাববচ দিতে অস্বীকার করার পরেই গরুপাচার মামলায় তাঁকে পুনরায় সমন পাঠায় সিবিআই। ৬ এপ্রিল অর্থাৎ বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে তাঁকে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>