এসপি সিনহাকে ফের জিজ্ঞাসাবাদ করবে CBI, ৯৮ জনকে চিহ্নিত করবে রাজ্য পুলিশ, নির্দেশ হাই কোর্টের

এসপি সিনহাকে ফের জিজ্ঞাসাবাদ করবে CBI, ৯৮ জনকে চিহ্নিত করবে রাজ্য পুলিশ, নির্দেশ হাই কোর্টের

কলকাতা:  চাইলে শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই৷ জিজ্ঞাসাবাদ করতে হবে এসএসসি’র উপদেষ্টা কমিটির অপর সদস্য অলোক কুমার সরকারকেও৷ তিনি শূন্যপদ নির্ধারণের দায়িত্বে ছিলেন৷ সিবিআই প্রয়োজন মনে করলে তাঁকে হেফাজতেও নিতে পারে৷ আদালত জানায়, নিয়োগ দুর্নীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছি৷ এই বিষয়ে সিবিআইকে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে৷ এই মামলায় আর্থিক দুর্নীতি খুঁজে বার করতে হবে৷ সেই সঙ্গে উপদেষ্টা কমিটির বাকি সদস্যদের সোমবারের মধ্যে সম্পত্তির হিসাব পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- সমবায়ের গাফিলতিতে বিরল রোগে আক্রান্ত ছেলের চিকিৎসা করতে পারছেন না অসহায় বাবা

এদিন আদালত আরও জানায়, চাইলে তলবের জন্য রাজ্য পুলিশ এবং সিআরপিএফ-এর সাহায্য নিতে পারে সিবিআই৷  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, মঙ্গলবার দুপুর ৩টের মধ্যে ফের শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই৷ তিনি আজ দুপুরের মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেবেন৷ ওসি এসপি সিনহার উপস্থিতি নিশ্চিত করবেন৷ পাশাপাশি বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট মনে করছে, এসএসসি দুর্নীতিতে অন্যতম মূল অভিযুক্ত ও অপরাধী শান্তিপ্রসাদ সিনহা৷ তাই সিবিআই চাইলে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে ৯৮ জন বিতর্কিত প্রার্থীকে ছোট ছোট দলে ভাগ করে জিজ্ঞাসাবাদ করতে পারে  বলেও জানিয়েছেন বিচারপতি৷ 

আদাত জানায়, যে ৯৮ জনকে বেআইনি নিয়োগ করা হয়েছে,  তাঁদের  রাজ্য পুলিশ চিহ্নিত করে সিবিআইয়ের আধিকারিকদের রিপোর্ট জমা দেবে। নির্দেশ লঙ্ঘিত হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বেআইনি নিয়োগে ক্ষেত্রে আদালত চুপ করে বসে থাকবে না৷ আদালত যথাযথ পদক্ষেপ নেবে। রাজ্য সরকার আইন মেনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, এসএসসি’র বেআইনি নিয়োগে যাঁরা যাঁরা জড়িত আমি আশা করি রাজ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আদালত যা যা বলল- 

*আলোক সরকার(শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর) কে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই৷ প্রয়োজনে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কারণ তার হাত দিয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছিল।

* কমিটির বাকি তিন জনের ক্ষেত্রে এই মুহূর্তে আদালত কোন নির্দেশ জারি করছে না।
* ৯৮ চাকরিপ্রার্থীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে। এইজন্য সিবিআইকে সাহায্য করবে স্থানীয় পুলিশ ও সিআরপিএফ।

* বিশ্বব্রত বসু মল্লিকের আবেদন মত রাজ্য সরকার নিজেদের খুশিমতো সেই আবেদন কে বাস্তবায়িত করতে পারবে।

* সিবিআই যেভাবে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করছে সেই তদন্ত চালিয়ে যেতে পারবে।

* কমিটির ৪ জনের সম্পত্তির হিসাব হলফনামার মাধ্যমে সোমবারের মধ্যে জমা করতে হবে।
* আলোক সরকারকে শুধু সিবিআই দফতরে যেতে হবে। বাকি তিনজনের যাওয়ার প্রয়োজনীয়তা নেই। 
সিবিআই মনে করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে৷

* বেআইনি নিয়োগ বাতিলের জন্য  আদালতের নির্দেশের প্রয়োজন আছে।