অন্যতম সেরা! বিশ্বমঞ্চে বিরাট স্বীকৃতি পেল এসএসকেএম

অন্যতম সেরা! বিশ্বমঞ্চে বিরাট স্বীকৃতি পেল এসএসকেএম

কলকাতা: বাংলার সাফল্যের মুকুটে নতুন পালক নিয়ে এল কলকাতার এসএসকেএম হাসপাতাল। বিশ্বমঞ্চে বিরাট স্বীকৃতি পেল পিজি। রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশ্যালিটি কেয়ার-সহ একাধিক বিষয়ে সেরার শিরোপা পেয়েছে এই হাসপাতাল। বাংলার এসএসকেএম ছাড়াও বড় স্বীকৃতি পেয়েছে দিল্লির এইমস হাসপাতালও।

আরও পড়ুন- এসপি সিনহাকে ফের জিজ্ঞাসাবাদ করবে CBI, ৯৮ জনকে চিহ্নিত করবে রাজ্য পুলিশ, নির্দেশ হাই কোর্টের

‘নিউজ উইক’ নামের এক বেসরকারি সংস্থা সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশ্যালিটি কেয়ার নিয়ে একটি সমীক্ষা করে ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়ায়। সেই সমীক্ষার নিরিখেই সেরার সেরা স্বীকৃতি পেয়েছে বাংলার এসএসকেএম হাসপাতাল। সেই সংস্থার তরফে বলা হয়েছে, রোগী পরিষেবার ক্ষেত্রে তো বটেই, গবেষণার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছে পিজি। সংস্থার তরফে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায়কে এই স্বীকৃতির কথা জানান হয়েছে। এই সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৮০ হাজার চিকিৎসক, হাসপাতাল ম্যানেজার এবং হেলথ কেয়ার প্রফেশনাল। তাদের বিচারেই ইউরোপ, আমেরিকা, এশিয়ার ২৭ টি হাসপাতালের মধ্যে অন্যতম সেরা হয়ে বাজিমাত করেছে এই হাসপাতাল।

উল্লেখ্য, রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম। যেখানে প্রতিটি বিভাগকে সুপার স্পেশ্যালিটি হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই এই সাফল্য পাওয়ার পর উচ্ছ্বসিত হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তারা জানাচ্ছে, এটা কারোর একার কৃতিত্ব নয়। হাসপাতালের চিকিৎসক, অধ্যাপক থেকে চতুর্থ শ্রেণির কর্মী সবাই যদি একসঙ্গে কাজ না করত তাহলে এই সাফল্য অর্জন করা যেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =