সর্বোচ্চ শাস্তির মেয়াদ পার, ৭ বছর পর ইডি মামলায় জামিন সুদীপ্ত-গৌতমের

সর্বোচ্চ শাস্তির মেয়াদ পার, ৭ বছর পর ইডি মামলায় জামিন সুদীপ্ত-গৌতমের

কলকাতা: সর্বোচ্চ শাস্তির মেয়াদ উত্তীর্ণ৷ সাত বছর পর মুক্তি পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন৷ জামিন পেয়েছেন রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুও৷  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি মামলায় জামিন পেলেন দুই সংস্থার দুই কর্ণধার৷ বুধবার কলকাতার বিচার ভবনের সিবিআইয়ের বিশেষ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডু যে সকল আইনি ধারায় অভিযুক্ত, তাতে সর্বোচ্চ শাস্তির মেয়াদের সময় সীমা পার হয়ে গিয়েছে৷ এর পরেও জেলেই ছিলেন তাঁরা৷  সেই বিষয়টি বিবেচনা করেই দুই আলাদা মামলায় তাঁদের জামিন দেন বিচারক৷ ব্যক্তিগত এক লক্ষ টাকার বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন- লাল বাতির গাড়ি নিষিদ্ধ, তাও কী ভাবে অনুব্রতর গাড়িতে রেড হুটার? প্রশ্ন CBI-এর

আদালতের এ দিনের নির্দেশ অনুযায়ী ইডি-র সংশ্লিষ্ট মামলায় সারদা ও রোজভ্যালি কর্তার জেল হেফাজত থেকে মুক্তি পাওয়ার কথা। কিন্তু অন্যান্য মামলায় এখনও তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ রয়েছে৷ ফলে এখনও তাঁদের কারামুক্তির সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আইনজীবীরা৷  সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডুর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতের কাছে ৪২৮ ধারায় আবেদন জানান৷ তিনি তাঁর আবেদনে বলেন, ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’-এর যে ধারায় ওই দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তার সর্বোচ্চ সাজা সাত বছর। সুদীপ্ত ও গৌতম দু’জনেই সাত বছরের বেশি সময় জেল হেফাজতে রয়েছেন। তাঁদের মুক্তি দেওয়া হোক৷ সেই আবেদনে সাড়া দেন বিচারক৷ 

এদিকে, তদন্তকারী সংস্থার আইনজীবী অভিজিৎ ভদ্র আদালতে বলেন, ‘‘দু’জনই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। দু’টি ক্ষেত্রেই মামলার তদন্ত চলছে। নতুন তথ্য উঠে আসছে। এই মুহূর্তে এই মামলা থেকে তাঁদের মুক্তি দেওয়া যথাযথ কাজ হবে না।” যদিও দু’পক্ষের বক্তব্য শোনার পর ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে দুই কর্ণধারকে মুক্তি দেয় আদালত৷ সুদীপ্ত সেন এবং গৌতম কুন্ডু দুজনেই কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন।