পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

0d040c05379802346d4d4c4445976041

কলকাতা: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এই ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের৷  অনুপম দত্ত খুনের ঘটনায় একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। সোমবার সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ 

আরও পড়ুন- অনুব্রতকে খুনের ছক? বিস্ফোরক বিজেপি বিধায়ক! এফআইআর দায়ের তৃণমূলের!

গত ১৩ মার্চ খুন হন পানিহাটি ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অনুপম দত্ত খুনে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন মৃত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত৷ তাঁর অভিযোগ, এর আগেও অনুপম দত্তকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। ঘটনার দিন সন্ধ্যাবেলায় একজন সঙ্গীর সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন অনুপম। রাস্তার উপরে প্রকাশ্যে মাথার পিছনে গুলি করে তাঁকে খুন করেন এক  আততায়ী। এর পরেই সেখান থেকে চম্পট দেয় সে৷ 

গত শনিবার অনুপম দত্ত হত্যা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় কুমার। তাকে বিহারের পটনা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে৷ সূত্রের খবর, তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে ধনঞ্জয়ের বিরুদ্ধে। ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের অফিসাররা ধনঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করছেন। শনিবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ৬ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অনুপম দত্ত খুনের রহস্য উদঘাটনে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা৷