অনুব্রতকে খুনের ছক? বিস্ফোরক বিজেপি বিধায়ক! এফআইআর দায়ের তৃণমূলের!

অনুব্রতকে খুনের ছক? বিস্ফোরক বিজেপি বিধায়ক! এফআইআর দায়ের তৃণমূলের!

 

বনগাঁ: দলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূলের জেলা সভাপতি৷

বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার শনিবার এক জনসভায় অংশ নিয়েছিলেন। সেখান থেকেই এই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। স্বপন বাবু বলেন, “যদি ভেবে থাকেন উডবার্নে শুয়ে বেঁচে যাব তা সম্ভব নয়। আগামী দিনে হয় সিবিআইয়ের দরজায় যেতে হবে নইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত ইঞ্জেকশনে আপনাকে মরতে হবে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে উডবার্ন ওয়ার্ড থেকে ফিরতে দেবে না। তাঁকে ফিরতে দিলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যত কেচ্ছা আছে সব সিবিআইএর কাছে উগরে দেবে।”

ওই মন্তব্যের জেরে বিজেপি বিধায়ের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। তিনি বলেন, ‘‘এভাবে কোনও দল বা ব্যক্তিকে আক্রমণ করা যায় না৷ তাই আমরা আইনের আশ্রয় নিচ্ছি৷’’ বস্তুত, রাজ্যে একাধিক সন্ত্রাস ধর্ষণের ঘটনার মধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছেন দিদির কেষ্ট অনুব্রত মণ্ডল। অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। গরু পাচার কাণ্ডে যদিও সিবিআই দরজায় বারবার কড়া নাড়ছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা উস্কে দিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তারই জেরে এবার রুজু হল এফআইআর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + nineteen =