আজও বয়কট এজলাস! অনিশ্চয়তার মধ্যে SSC নিয়োগ সংক্রান্ত মামলাগুলির ভবিষ্যৎ

আজও বয়কট এজলাস! অনিশ্চয়তার মধ্যে SSC নিয়োগ সংক্রান্ত মামলাগুলির ভবিষ্যৎ

 কলকাতা:  এজলাস বয়কট জেরে অনিশ্চয়তার মধ্যে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা৷ সোমবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  এজলাস বয়কট করেন আইনজীবীদের একাংশ।  তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বাদী ও বিবাদীপক্ষ  উপস্থিত হলে মামলা শুনবেন তিনি৷ 

আরও পড়ুন- ভোরের ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ, বিক্ষোভ হকারদের

কবে এই আইজীবীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট প্রত্যাহার করবেন, তা নিয়ে চরম ধোঁয়াশা রয়েছে। এভাবে দিনের পর দিন চলতে থাকলে চূড়ান্ত বিশৃঙ্খল তৈরি হবে৷ এমনিতেই কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাসে লক্ষ লক্ষ মামলা বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে।

কলকাতা হাইকোর্টে তালিকা অনুযায়ী গত কয়েকদিনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একের পর এক মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি৷ আইনজীবীদের একাংশ মনে করছেন, এভাবে দিনের পর দিন চলতে থাকলে কলকাতা হাইকোর্টে বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে৷ 
একের পর এক এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়ার জেরেই তৈরি হয় এই পরিস্থিতি৷ 

সম্প্রতি একাধিক মামলায় পর পর সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়৷ আইনজীবীদের একাংশের প্রশ্ন, নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কেন ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সরব হলেন তিনি? সেই প্রতিবাদেই গত বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোর্ট বয়কট করেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। কোর্টের বাইরে তুমুল হই হট্টোগোল শুরু করেন তাঁরা৷  

বিচারপতি  গঙ্গোপাধ্যায় বলেন, আপনারা রাজনীতি করছেন করুন। কিন্তু আমি রাজনীতি করছি না। দুর্নীতির বিরুদ্ধে আদালত বিচার করছে। তাহলে সমস্যা কোথায়? যদি আমার অর্ডার পছন্দ না হয়, উচ্চ বেঞ্চে বা আদালতে যান। কিন্তু বেঞ্চ বদল না হলে কোর্ট বয়কট করা যায় না৷  তবে বিক্ষোভের জেরে আপাতত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি’র শুনানি বন্ধ হয়ে যায়৷ এখনও ারি রয়েছে সেই বয়কট৷