নদীয়া: ভোর পাঁচটার ট্রেন পুনরায় চালু করার দাবি নিয়ে ট্রেন অবরোধ করে বিক্ষোভ হকারদের। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। ঘটনাটি নদিয়ার কল্যানী সীমান্ত রেল স্টেশনের। জানা যায় এর আগে কল্যাণী সীমান্তর স্টেশন থেকে ভোর পাঁচটায় একটি ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিত। কিন্তু করোনার কারণে বহু ট্রেন বহু স্টেশন থেকে বাতিল হয়ে যায়। তেমনি বিভিন্ন ট্রেন বাতিল হওয়ায় সীমান্তের স্টেশন থেকে ভোর পাঁচটার ট্রেন বাতিল হয়ে যায়।
কিন্তু করোনার সংক্রমণ অনেকটাই স্থিতিশীল রয়েছে রাজ্যে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুনরায় ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে বিভিন্ন স্টেশনে। অভিযোগ ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও সীমান্তের ভোর পাঁচটার ট্রেনটি এখনো চালু করা হয়নি। কল্যাণী সীমান্ত রেলস্টেশন অবরোধ করে এক হকার বলেন, সীমান্ত বিস্তীর্ণ এলাকায় চর জাজিরা চর যাত্রাসিদ্ধি থেকে শুরু করে তালতলা এলাকার বহু হকার রয়েছে৷ যারা মুড়ি কলা এবং বিভিন্ন কাঁচামাল নিয়ে ভোরের ট্রেন ধরে শিয়ালদায় যায়। সেখানে গিয়ে পাইকারি এবং খুচরা বিক্রি করে বাড়ি আসে।
সীমান্ত এগারোটায় জেএসএস ট্রেনটি ছাড়া হয় সেটি নৈহাটি গিয়ে দাঁড়িয়ে থাকে পুনরায় আর এই স্টেশনে আসে না। সেই কারণে আমরা যারা হকার তারা বিভিন্ন সমস্যায় পড়েছি। আমরা কারো অসুবিধা করে রেল অবরোধ করতে চায় না। এর আগেও একাধিকবার রেল দপ্তরকে জানিয়েছি৷ কোনো সুরাহা না হওয়ায় অবশেষে আমরা রেল অবরোধ করেছি। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই রেল অবরোধ। রেল কর্তৃপক্ষের তরফ থেকে অবশেষে ট্রেন চলার আশ্বাস মিললে অবরোধ তুলে নেয় হকাররা।