কলকাতা: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মেধা তালিকায় নাম ছিল সোমার। কিন্তু নিয়োগ দুর্নীতির যে অভিযোগ তাতেই তিনি আর চাকরি পাননি। এদিকে তিনি মারণ রোগ ক্যানসারে আক্রান্ত। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে এজলাসে ডেকে অন্য দফতরে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সোমা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবেদনে সাড়া দেননি। শ্রদ্ধার সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাঁর বক্তব্য, চাকরি পেলে সবাই পাবে, তিনি একা পেয়ে এই আন্দোলন ছেড়ে যাবেন না। এবার রাজ্য সরকারকে এই ইস্যুতে ‘মানবিক হওয়ার’ পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন- ২০১৬-র পর হয়নি পরীক্ষা, কবে হবে জানা নেই, দুর্নীতির কাঁটায় বিদ্ধ এসএসসি
চাকরিপ্রার্থী সোমা দাসের চিকিৎসার ভার এবং সহকারী শিক্ষক পদে নিয়োগ করা যায় কি না সেই বিষয়টি রাজ্য সরকারকে ভেবে দেখতে বলেছে কলকাতা হাইকোর্ট। মানবিকতার খাতিরে যাতে থেকে ব্লাড ক্যানসার আক্রান্ত রাজ্যের নবম-দশম শ্রেণির সহকারি শিক্ষক পদের চাকরিপ্রার্থী সোমা দাসের বিষয়টি দেখা হয় সেই পরামর্শই রাজ্যকে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বলেন, সোমার চিকিৎসার জন্য বিরাট ক্ষতি হচ্ছে, এদিকে সে চাকরির জন্য আন্দোলন করছে। রাজ্য সরকারের উচিত বিষয়টি নিয়ে ভাবা। অন্তত মানবিকতার খাতিরে তাঁকে চাকরি দেওয়া যায় কিনা সেটাই ভেবে দেখার কথা বলা হয়েছে।
নলহাটির বাসিন্দা সোমা দাস দীর্ঘ দুই বছর ধরে মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরিবারের একমাত্র সম্বলটুকু দিয়ে বর্তমানে চলছে তার চিকিৎসা খরচ। নিজের আলাদা করে মামলা করার মতন তারা আর্থিক সামর্থ্য নেই তাই ইচ্ছে থাকলেও এতদিন কোনও উপায় ছিল না বীরভূমের নলহাটির বাসিন্দার। তবে আইনজীবী ফিরদৌস শামীম বিনা পয়সায় কলকাতা হাইকোর্টে মামলা লড়বেন তার হয়ে বলেই জানা গিয়েছে।