কলকাতা: এসএসকেএম থেকে ছাড়া পেতেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ গরু পাচার কাণ্ডে আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকার অভিযোগে বৌভাতের রাতে শ্রীঘরে প্রেমিক
গতকাল রাতেই এসএসকেএম থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল৷ আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই নিয়ে মোট ছয়বার অনুব্রতকে তলব করল সিবিআই৷ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিনার পার্কের ফ্ল্যাটেই আছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ এদিকে, অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে উপস্থিত রয়েছেন গরু পাচারকারী মামলার তদন্তকারী অফিসারদের টিম৷ প্রশ্ন তালিকাও তৈরি রয়েছে৷ সিবিআই সূত্রে খবর, আজ সকালেই কলকাতার দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা দিল্লি অফিসের সঙ্গে কথা বলেন৷ সেখান থেকে নির্দেশ আসার পরেই শনিবার বিকেল পাঁচটায় অনুব্রত মণ্ডলকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের সিবিআই দফতরে তলব করা হয়৷
গরু পাচার মামলায় একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই৷ কিন্তু প্রতিবারই তিনি নানা অছিলায় তলব এড়িয়ে যান৷ গত ৬ এপ্রিলও সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ আগের দিন রাতে বোলপুর থেকে চিনারপার্কের বাড়িতে ওঠেন তিনি৷ এর পর ৬ তারিখ সকালে তিনি যখন বাড়ি থেকে বেরন, তখন মনে করা হয়েছিল তিনি হয়তো নিজাম প্যালেসে যাচ্ছেন৷ কিন্তু মা উড়ালপুল থেকে নেমে নাটকীয় বাঁক নেয় তাঁর গাড়ি৷ নিজাম প্যালেসে না গিয়ে তিনি সোজা চলে যান এসএসকেএম-এ৷ এর পর ভর্তি হয়ে যান সাড়ে বারো নম্বর কেবিনে৷ চিঠি দিয়ে সিবিআই-কে নিজের অসুস্থতার কথা জানান তৃণমূল নেতা৷ এর পর সিবিআই অফিসাররা এসএসকেএম হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ খবর নেন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অবশ্য অনুব্রতকে বিশ্রামে থাকতে বলা হয়েছে৷ ফলে এবারেও সিবিআই তহবে সাড়া দিয়ে তিনি হাজিরা দেবেন কিনা, সেই জল্পনা থেকেই যাচ্ছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″ height=”315″ frameborder=”0″>