বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস৷ কিন্তু, শেষ পর্যন্ত প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের গলায় মালা দেন প্রেমিক৷ যার ফলও মিলল হাতেনাতে৷ প্রেমিকার অভিযোগের ভিত্তিতে বৌভাতের আসর থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত প্রেমিককে৷ আপাতত তাঁর ঠাঁই শ্রীঘরে৷ ঘটনাটি গোবরডাঙার গাইঘাটা থানার দেবীপুর এলাকার। অভিযুক্ত প্রেমিকের নাম অভিজিৎ দাস। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত।
আরও পড়ুন- ফাটল নিয়ে শঙ্কা! কয়েক দিন বন্ধ থাকছে শহরের এই উড়ালপুল
জানা গিয়েছে, প্রতিবেশী তরুণীর সঙ্গে আট বছরের সম্পর্ক ছিল অভিজিতের। নিয়মিত ঘোরাফেরা, খাওয়া-দাওয়া, মেলামেশা সবকিছু চলত তাঁদের। মাস তিনেক আগে হঠাৎ করে ওই তরুণীকে অভিজিৎ জানান, তিনি বাবার সঙ্গে দীঘায় যাচ্ছেন৷ ফিরে এসে বিয়ের আয়োজন করবেন৷ বাড়ি ফিরে বিয়েও করেন তিনি৷ কিন্তু অন্য মেয়েকে৷ এমনই অভিযোগ ওই তরুণীর৷
জানা গিয়েছে, দিন কয়েক আগে পর্যন্তও কথা হয়েছে তাঁদের৷ এরই মধ্যে ওই তরুণী জানতে পারেন অভিজিৎ বিয়ে করছেন৷ তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্নও করে দেন অভিজিৎ। পরে খোঁজ নিয়ে ওই তরুণী ও তাঁর পরিবার জানতে পারে, অভিযুক্ত যুবক আগেই শিলিগুড়িতে গিয়ে গোপনে রেজিস্ট্রি ম্যারেজ করে এসেছেন। ওই পাত্রীর সঙ্গেই ২০ এপ্রিল সামাজিকভাবে বিয়ে করেন। এরপরই গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বছর ২৩-এর প্রেমিকা। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন অভিজিৎ৷ এমনকী দু’বার গর্ভপাতও করেন তিনি৷ এখন তাঁর সঙ্গে প্রতারণা করে অন্য মেয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন৷ এই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ গ্রফতার করা হয়েছে অভিজিৎকে৷
ওই তরুণীর বাবার কথায়, ‘‘আমার মেয়ের ভবিষ্যৎ প্রায় শেষ হয়ে গিয়েছে৷ আমার মেয়ে ওঁকে বিয়ে করবে না ঠিকই৷ কিন্তু ও চায় অভিজিতের উপযুক্ত শাস্তি হোক৷ যাতে এমন ঘটনা অন্য কারও সঙ্গে না হয়৷’’ যদিও এই সমস্ত অভিযোগ মানতে নারাজ ছেলের বাবা অচিন্ত্য দাস৷ তাঁর দাবি, ‘‘টাকার জন্য তাঁর ছেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে৷ মাসে মাসে ওঁরা টাকা নিয়েছে৷ এখন টাকা দেওয়া বন্ধ করায় ১০ লক্ষ টাকা দাবি করেছে৷ তাছাড়া যে সকল জিনিস দেওয়া হয়েছিল, সেগুলোও ফেরত চাওয়ায় এই পদক্ষেপ৷ আমরা ছেলের বিয়ে দিতে চেয়েছিলাম৷ মেয়ের মা বলেছিলেন, তিনি আমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না৷’’ সেই সঙ্গে সহবাস বা গর্ভপাত করার বিষয়টিও অস্বীকার করেন তিনি৷ তবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি অভিজিৎ৷
ওই তরুণী জানান, শিলিগুড়ি থেকে রেজিস্ট্রি করে আসার পরেও তাঁর সঙ্গে সম্পর্ক রেখেছিল অভিজিৎ৷ ১৮ এপ্রিল তাঁদের মধ্যে শেষ কথা হয়৷ এরপরেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেন অভিজিৎ ৷ ২০ তারিখ মন্দিরে গিয়ে বিয়ে করেন প্রেমিক৷ শুক্রবার ছিল বৌভাতের অনুষ্ঠান৷
পুলিশ জানিয়েছে, তারা জানতে পারে অভিযুক্ত যুবক শুক্রবার রাতে গোবরডাঙ্গার একটি বাড়িতে বৌভাতের অনুষ্ঠান করছে। বৌভাতের আসর থেকে তাঁকে গ্রেফতার করা হয়৷ শনিবার সকালে তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>