জ্বালানির দাম কমানোর ক্ষমতা নেই মমতা সরকারের! কারণ ব্যাখ্যা দিলীপের

জ্বালানির দাম কমানোর ক্ষমতা নেই মমতা সরকারের! কারণ ব্যাখ্যা দিলীপের

কলকাতা: আজ দেশের বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে কথা তো হয়েছেই, একই সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গেও বাংলাসহ তিন রাজ্যকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। যে সমস্ত রাজ্য পেট্রোল-ডিজেলের ওপর থেকে অতিরিক্ত শুল্ক কমায়নি তারা তাদের নিজেদের নাগরিকদের সঙ্গে অন্যায় করেছে, এমনই বার্তা তাঁর। এই একই সুরে পশ্চিমবঙ্গ সরকারকে একহাত নিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বেশ জল্পনা উদ্দীপক মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন- বামনেত্রীদের কদর্য ভাষায় আক্রমণ, পুলিশের দ্বারস্থ ঐশী ঘোষ

দিলীপ ঘোষ এদিন দাবি করেন, । কারণ রাজ্য সরকার দেউলিয়া হওয়ার পথে! গেরুয়া সাংসদ বলছেন, কিছু দিন আগে পর্যন্ত জ্বালানির দাম কমানো নিয়ে মমতা সরকারের লোকেরা বিক্ষোভ দেখাচ্ছিল, পথে নামছিল। তারপরেই অবশ্য জ্বালানির দামে কম করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার এতদিনেও দাম কমায়নি। বিজেপি শাসিত রাজ্য ও বিরোধী শাসিত রাজ্যের পেট্রোলের দামে আকাশ-পাতাল ফারাক হয়ে গিয়েছে বলেই দাবি করেন দিলীপ। বিজেপি শাসিত রাজ্যগুলি যদি দাম কমাতে পারে, তাহলে বিরোধী রাজ্যগুলি কেন কমাতে পারবে না সেই প্রশ্নই এদিন তোলেন বিজেপি সাংসদ।

যদিও প্রধানমন্ত্রীর বক্তব্যের পর পাল্টা দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একতরফা ভাবে এই কথা বলছেন নরেন্দ্র মোদী। কেন্দ্র যে ভাবে দাম বাড়িয়ে লুঠ করছে তাতে রাজ্য সরকারের কিছু করার নেই বলে জানান মমতা। বিজেপি শাসিত রাজ্যগুলিকে প্রচুর টাকা দেয় কেন্দ্র। কিন্তু অ-বিজেপি শাসিত রাজ্যগুলি সেইভাবে কিছুই পায় না বলেও আক্ষেপ করেন তিনি। তাঁর কথায়, কেন্দ্র লুঠ করবে আর তারা ছাড় দেবেন, তা হয় না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *