‘অশনি’ সঙ্কেত, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর জেলা সফর সূচি

‘অশনি’ সঙ্কেত, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর জেলা সফর সূচি

কলকাতা: আগামী কয়েক দিনের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় এটি আছড়ে পড়ার কথা। আর এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ১৩ মে পর্যন্ত। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সম্ভাবনা তৈরি হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ওপর পড়ল কোপ। তাঁর সফরের দিন পরিবর্তন করল প্রশাসন। পিছিয়ে গেল মমতার জেলা সফর।

আরও পড়ুন- চলছে সিসিটিভি লাগানোর কাজ, কাশীপুর নিয়ে তৎপরতা তুঙ্গে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ও ১১ তারিখে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার পরিবর্তন ঘটছে। এই দুই দিনের বদলে তা হতে চলেছে আগামী ১৭ এবং ১৮ মে। ১৭ তারিখ মেদিনীপুর কলেজিয়েট ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং ঠিক তার পরের দিন তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বিষয়টি ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দিয়েছে শীর্ষ নেতৃত্ব। সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতা পাওয়ার পরেই এই সফর সূচির পরিবর্তন ঘটত বলে আগে থেকে বোঝা গিয়েছিল। অবশেষে হলও তাই।

আবার এই ঘূর্ণিঝড় বাংলার দিকে ধেয়ে আসবে বলেও সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু ধেয়ে আসলে কতটা প্রভাবে পড়বে রাজ্যে তা নিয়ে দ্বিমত রয়েছে। কারণ, এমনও সম্ভাবনা প্রবল যে বাংলার ঘা ঘেঁষে এই ঘূর্ণিঝড় চলে যেতে পারে বাংলাদেশের দিকে। তা হলে বাংলায় অশনির প্রভাব কমতে পারে। তবে উপকূলের জেলাগুলোতে ভারি থেকে অতি ভারির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে ১১ মে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 18 =