কাশীপুর: বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ এখনও বহাল বাংলায়। গতকাল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে গিয়েছিলেন এবং অর্জুনের পরিবারের সঙ্গে দেখা করে। পরে তিনি নিজে এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে স্বাভাবিক নিয়মেই। এবার কাশীপুরের ঘটনাস্থলে চলছে সিসিটিভি লাগানোর কাজ। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান লালবাজারের গুন্ডাদমন শাখার আধিকারিকরা। পরে অর্জুনের বাড়িতেও সিসিটিভি লাগানো হয়।
আরও পড়ুন- বিনা বিচারেই কি মুক্তি হবে পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার মূল অভিযুক্তের?
গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে অর্জুনের মরদেহের ময়নাতদন্ত আরজিকর হাসপাতালে হবে না, হবে কমান্ড হাসপাতালে। সেই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। ময়নাতদন্তের পর শনিবার বিকেলেই দাহ হবে দেহ। কিন্তু বিজেপি সূত্রে খবর, তার আগেই দলীয় কর্মীরা অর্জুনের দেহ বিজেপি অফিসে নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। পাশাপাশি বাইক মিছিলের প্রস্তুতিও নিচ্ছে তারা। শুক্রবার সকালে কাশীপুর রেল কোয়ার্টার থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার দেহ। আর এই রেল কোয়ার্টার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বহু দিনের। বিকেল গড়িয়ে সন্ধ্যে নামার পরেই তারা আর ওই কোয়ার্টারের দিকের রাস্তায় পা ফেলেন না। বাড়ির দরজা বন্ধ করে নেন। অভিযোগ, রাত বাড়লেই ওই কোয়ার্টার চলে যায় সমাজবিরোধী, দুর্বৃত্তদের হাতে। শুধু স্থানীয়েরা নন, বহিরাগতদের আড্ডাও চলে। চলে মদ্যপান।
উল্লেখ্য, কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলের কাজকর্ম দেখাশোনা দায়িত্ব ছিল অর্জুন চৌরাশিয়ার কাঁধে। বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র্যালির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতেই এই বাইক র্যালির আয়োজন করা হয়েছিল৷ কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে যাওয়ার কথা ছিল অর্জুনের।