ভাতার: আজ রবীন্দ্র জয়ন্তী। আর আজকের দিনেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোড়ন সৃষ্টি করা মন্তব্য করে বসলেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তাঁর মন্তব্য ঘিরে এখন বিতর্ক দানা বেঁধেছে। কেন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়েছে তা নিয়ে ব্যাখ্যা দেন তিনি। সেই প্রেক্ষিতেই যে মন্তব্য বিধায়ক করেছেন তা বিতর্কিত। এই নিয়ে এখন শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন- অশনি’-র চোখরাঙানি উপেক্ষা করেই দিঘায় পর্যটকের ঢল, সামাল দিতে হিমশিম প্রশাসন
ভাতারে তৃণমূলের কংগ্রেসের তরফে পঁচিশে বৈশাখ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলে বসেন, নোবেল পুরষ্কার দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাকি অপমান করা হয়েছিল, আর তাই বাংলার ছেলেরা সেটি চুরি করে নিয়েছিল! আসলে সিবিআই প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করতে গিয়েই এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি। তাঁর মূল বক্তব্য, বিজেপি এখন সব কিছুতে সিবিআই-সিবিআই করে লাফাচ্ছে, কিন্তু চুরি যাওয়া নোবেল খুঁজে বার করতে পারেনি তারা। তাই এখন আবার বাংলার পুলিশকে কাজে লাগানো হচ্ছে। তারা সিবিআইয়ের থেকে তথ্য নিয়ে নোবেল খুঁজে বের করবে।
উল্লেখ্য, ২০০৪ সালে নোবেল পদক সহ ৫০ টি মূল্যবান জিনিস চুরি গিয়েছিল। এই ঘটনায় তদন্তভার পায় সিবিআই। কিন্তু ২০০৭ সালের অগস্ট মাস নাগাদ প্রাথমিক ভাবে তদন্ত থেকে সরে দাঁড়ায় তারা। পরে একবার ফের তদন্ত শুরু হলেও তাও থমকে যায়। পরবর্তী ক্ষেত্রে ২০১০ সালে আদালত সিবিআইকে তদন্ত বন্ধ রাখার অনুমতি দেয়।