কলকাতা: বৃষ্টি আর জমা জল। কলকাতার ক্ষেত্রে এই ব্যাপারটা যেন স্বাভাবিকই হয়ে গিয়েছে। একটু বৃষ্টিতেই জল জমতে দেখা যায় শহরের রাস্তায়। বর্ষাকালে তো এই দৃশ্যই চিরাচরিত। কিন্তু তা বলে কয়েক ঘণ্টার অল্প বৃষ্টিতেও? হ্যাঁ, এমনটাই অবস্থা শহরের আনাচা কানাচে। ‘অশনি’ এখনও হানা দেয়নি, সরাসরি বাংলায় হান দেবে কিনা তাও স্পষ্ট নয়, কিন্তু তার প্রভাবে আপাতত যেটুকু বৃষ্টি হয়েছে তাতেই জল জমে গিয়েছে কলকাতার বহু জায়গায়।
আরও পড়ুন- রবি ঠাকুরেরে নোবেল চুরির সঙ্গে যোগ আছে তৃণমূলের! বিজেপির নয়া দাবি
পার্ক সার্কাস থেকে শুরু করে, বেহালা, পর্ণশ্রী, সায়েন্সসিটি এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে বলে খবর। পুরসভা সূত্রে জানান হয়েছে, এইভাবে জল জমার মূল কারণ প্লাস্টিক। নর্দমায় বহু মাত্রায় প্লাস্টিক পড়ার জন্য নিকাশি ব্যবস্থায় সমস্যা হচ্ছে এবং জল জমে যাচ্ছে বলেই দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য, প্লাস্টিকের কারণেই জম বেরোতে দেরি হচ্ছে। এর ফলে জলের পাম্পগুলিতেও সমস্যা বাড়ছে বলে জানান হয়েছে। অনেক পাম্প খারাপ হয়ে যাচ্ছে। তাই দুর্ভোগ বাড়ছে কলকাতাবাসীর। এখনও পর্যন্ত সেইভাবে বৃষ্টির দেখাই মেলেনি, তাতেই এই অবস্থা হওয়ায় সত্যি উদ্বেগ বাড়ছে জমা জলের জায়গার বাসিন্দাদের। আগে থেকেই রাজ্যে তিনদিন ধরে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ওড়িশার নয় জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারি থেকে অতি ভারির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারমধ্যে রয়েছে, পুরী, কটক, বালাসোরের মতো জেলাগুলো। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার হতে পারে। পাশাপাশি কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার কথা।