কলকাতা: গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার৷ ময়নাতদন্তের রিপোর্টে জানিয়েছে কমান্ড হাসপাতাল৷ এর পরেই মুখবন্ধ খামে আদালতে রিপোর্ট পেশ করা হয়৷
আদালতের তরফে জানানো হয়েছে, কমান্ড হাসপাতালের ময়ানতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই অর্জুন চৌরাসিয়ার মৃত্যু হয়েছে৷ গলায় ফাঁস লেগে ঝোলার আগে পর্যন্ত তাঁর দেহে প্রাণ ছিল৷ অর্থাৎ তাঁকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার যে দাবি উঠেছিল, তা ময়নাতদন্তের রিপোর্ট থেকে প্রমাণিত হচ্ছে না৷ কলকাতা হাই কোর্টের নির্দেশেই আলাপুরের কামান্ড হাসপাতাবে ময়নাতদন্ত হয়৷ সেখানে কল্যাণী এইমস সহ আরজি কর হাসপাতালের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন৷ উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণায় ম্যাজিস্ট্রেটও৷
এদিন মুখবন্ধ খামে রিপোর্ট জমা পড়ার পর তা পড়ে শোনান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ তিনি জানান, রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার৷
আরও পড়ুন- গতিবেগ কমিয়ে স্থলভাগের আরও কাছে ‘আসানি’, মঙ্গল থেকেই দুর্যোগ শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
মঙ্গলবার বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়া হত্যা মামলার শুনানির সময় রাজ্য পুলিশের তদন্তেই আস্থা রাখে কলকাতা হাই কোর্ট৷ আদালত জানায়, কাশীপুরের ঘটনার তদন্ত করবে রাজ্য পুলিশ। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট রাজ্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার আবেদন জানালে তাঁদেরকেও ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হবে বলে জানান বিচারপতি৷ আগামী ১৯ মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ ওই দিন আদালতে তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে৷
টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনির বাসিন্দা ছিলেন বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়া। আজ সকালে ওই এলাকারই রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ খবর পেয়ে দেহ উদ্ধারে আসে চিৎপুর থানার পুলিশ৷ কিন্তু, এলাকায় ঢুকতেই বাধার মুখে পড়তে হয় পুলিশকে৷ ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ।
স্থানীয়দের কথায়, অর্জুন বিজেপি’র সক্রিয় কর্মী ছিলেন। বিধানসভা ও পুরসভা নির্বাচনে দলের হয়ে দিনরাত খেটেছিলেন। শুক্রবার অমিত শাহের কর্মসূচিতেও নির্দিষ্ট দায়িত্ব ছিল তাঁর উপরে। কিন্তু, পুরভোটের পর থেকেই অর্জুনকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>