গতিবেগ কমিয়ে স্থলভাগের আরও কাছে ‘আসানি’, মঙ্গল থেকেই দুর্যোগ শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

গতিবেগ কমিয়ে স্থলভাগের আরও কাছে ‘আসানি’, মঙ্গল থেকেই দুর্যোগ শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতা: সোমবার গতিবেগ ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার, পরে সেটা কমে হয় ১৪ কিলোমিটার। কিন্তু স্থলভাগের যতই কাছে পৌঁছাচ্ছে ঘূর্ণিঝড় আসানি ততই একটু একটু করে শক্তি ক্ষয় হচ্ছে তার। জানা যাচ্ছে এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার। অন্যদিকে ওড়িশার গোপালপুর থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ৫১০ কিলোমিটার। পুরী থেকে ৫৯০ কিলোমিটার দূরে রয়েছে এই সাইক্লোন। কিন্তু আবহাওয়াবিদদের ভবিষ্যৎবাণীই ধীরে ধীরে সত্যিতে পরিণত হচ্ছে। আগেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সমুদ্র তান্ডব দেখালেও স্থলভাগের যত কাছে পৌঁছাবে ঘূর্ণিঝড় ততই শক্তি ক্ষয় হবে তার। সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণিত করে ঘন্টায় ৭ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগোচ্ছে আসানি।

আরও পড়ুন- সয়াবিন থেকে সর্ষে, একধাক্কায় অনেকটাই সস্তা ভোজ্য তেল, স্বস্তিতে মধ্যবিত্ত

তবে স্থলভাগ থেকে আসানির দূরত্ব যাই থাকুক না কেন এই ঘূর্ণিঝড়ের জেরে সোমবারের মতো মঙ্গলবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও ভিজতে পারে কলকাতার একাধিক এলাকা। তবে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদীয়ার মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের জেলাগুলির বৃষ্টিপাত শুরু হবে। আজ মঙ্গলবার যদিও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রাত থেকেই বৃষ্টি শুরু হচ্ছে। ২৪ ঘন্টা পর অর্থাৎ বুধবার সকালের মধ্যে বাংলার সবকটি জেলাতেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাষ দিচ্ছে হাওয়া অফিস। সঙ্গে উপকূলবর্তী তিন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। আর তাই মঙ্গলবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। তবে একা কলকাতা নয়, কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই একইভাবে বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

 আজ মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬-এর কাছাকাছি থাকতে পারে বলে জানা যাচ্ছে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০৫৭.৮ মিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *