‘আমরা হীরের চচ্চড়ি, সোনার তরকারি খাই না’, কেন্দ্রকে খোঁচা মমতার

রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে, অথচ ১০০ দিনের কাজের টাকাও দিচ্ছে না কেন্দ্র

কলকাতা: টাউন হলের প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, দুয়ারের সরকার থেকে পাড়ায় সমাধান, কন্যাশ্রী, ১০০ দিনের কাজ, বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা রয়েছে৷ ঠিক মতো টাকাই দেয় না৷ গত ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার৷ গরিব মানুষকে বঞ্চিত করছে৷ রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে৷ তিনি বলেন, কেন্দ্রকে নিজের পকেট থেকে এই প্রকল্পের টাকা দিতে হয় না৷ এখান থেকে যে টাকাটা তুলে নিয়ে যায়, সেই টাকারই একটা অংশ রাজ্যকে দিচ্ছে৷ একে বাজার অগ্নিমূল্য৷ এই অবস্থায় ১০০ দিনের কাজের মতো প্রকল্পের টাকা না দিলে গরিব মানুষের সমস্যার সমাধান করবে কে? 

আরও পড়ুন- ফের জেলা ভাগ? বাড়বে জেলার সংখ্যা? মুখ্যমন্ত্রীর মন্তব্যে তেমনই ইঙ্গিত

মমতা বলেন, কিছু কাজের দায়িত্ব কেন্দ্রের৷ আর কিছু কাজের দায়িত্ব রাজ্যের৷ রাজ্যের কাজগুলির ক্ষেত্রে যে চ্যালেঞ্জ রয়েছে আমরা তা গ্রহণ করতে পারি৷ সমস্যা থাকলে সমাধান হবেই৷ এর পরেই খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমরা যতই টাকা রোজগার করি না কেন, হীরের চচ্চড়ি বা, সোনার তরকারি খাই না৷’