ফের জেলা ভাগ? বাড়বে জেলার সংখ্যা? মুখ্যমন্ত্রীর মন্তব্যে তেমনই ইঙ্গিত

ফের জেলা ভাগ? বাড়বে জেলার সংখ্যা? মুখ্যমন্ত্রীর মন্তব্যে তেমনই ইঙ্গিত

4d5a56b1b8b21912fed44baaceede5b1

কলকাতা: টাউন হলে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ WBCS  অফিসারদের সঙ্গে বৈঠক করছেন তিনি৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমলারাই সরকারের আসল মুখ৷ তিন জেলা শাসক খুব ভালো কাজ করছেন৷’ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বীরভূমের ডিএম-এর প্রশংসায় পঞ্চমুখ তিনি৷  মমতা আরও বলেন, কোভিড পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে যে ভাবে আমলারা লড়াই করেছেন, তাতে রাজ্য সরকার কৃতজ্ঞ৷ কোভিডে ৪ জন ডব্লিউবিসিএস অফিসারকে আমরা হারিয়েছি৷  এর জন্য আমরা সমব্যাথী৷ 

আরও পড়ুন- ব্রেকিং: অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, আটক তৃণমূল কাউন্সিলরের ছেলে

এ প্রসঙ্গেই তিনি বলেন, আগামী দিনে ২৩টি জেলা থেকে বেড়ে হয়তো ৪৬টি জেলা হবে৷ আমাদের রাজ্যে জেলাগুলি আয়তনে অনেকটাই বড়৷ সেগুলি ছোট করা হতেই পারে৷ বিহারে প্রায় ৫০টি জেলা রয়েছে৷ তবে জেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন ম্যান পাওয়ার ও পরিকাঠামো৷ তাঁর কথায় পরিকাঠামো যদিও রয়েছে, অত অফিসার নেই৷ এরই মধ্যে আইএএস-এর সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে৷ আরও অফিসার বাড়ানো হবে৷