“তুমি এতটাই সুন্দর, তোমাকে মন ভালোবাসতে চায়…”, সুশান্তর ইস্টাগ্রাম যেন প্রেম-বিলাপের ডায়েরি!

“তুমি এতটাই সুন্দর, তোমাকে মন ভালোবাসতে চায়…”, সুশান্তর ইস্টাগ্রাম যেন প্রেম-বিলাপের ডায়েরি!

 বহরমপুর: বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় একের পর এক চমক৷ সুতপার বাবা স্বাধীন চৌধুরী বারবার দাবি করেছিলেন, সুশান্তের সঙ্গে তাঁর মেয়ের কোনও সম্পর্ক ছিল না৷ কিন্তু সোশ্যাল মিডিয়া তাঁকে বারবার ভুল প্রামণিত করেছে৷ সম্প্রতি সুশান্ত ও সুতপার বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়৷ সুশান্তর ইনস্টাগ্রাম প্রোফাইলেও দেখা গেল শুধু ‘প্রেম’ আর বিলাপ। মনভাঙার স্টেটাসে ভর্তি৷ 

আরও পড়ুন- একমাত্র ছেলে-বৌমা দেখে না, বিহিত চেয়ে রাজ্য সড়ক অবরোধ করলেন বছর ষাটের বৃদ্ধা

শনিবারই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সুশান্ত স্বীকার করেছে নিয়েছে, সেই সুতপাকে খুন করেছে৷ এরই মধ্যে সুশান্তর ইনস্টাগ্রাম প্রোফাইল নতুন করে ভাবাতে শুরু করেছে  তদন্তকারী অফিসারদের। ইনস্টাগ্রামে সুশান্ত লিখেছিল, “ওয়েটিং কর, ম্যায় আ রহা হুঁ!” শুধু তাই নয়, সুশান্তর ইনস্টাগ্রাম প্রোফাইল যেন তাঁর মন ভাঙার ডায়ারি। সেখানে সুশান্ত লিখেছিল, “তুমি এতটাই সুন্দর, তোমাকে মন ভালোবাসতে চায়…”।

আবার কিছু স্টেটাসে ধরা পড়েছে মন ভাঙার ‘হাহাকার’৷ একটি ইনস্টাগ্রাম স্টেটাসে ভিডিয়ো দিয়ে সুশান্ত লিখেছিল,  “সকলে বলে ওর চেয়ে ভালো কাউকে তুমি জীবনে পাবে। কিন্তু, অন্য কাউকে তো এই মন চায় না… ওকেই চায়”, আবার কখনও ‘বুঝদার’ -এর মন্তব্য করেছে। যার সারমর্ম করলে কিছুটা এমন হয়, “আমি জানি তুই নিজের জীবন গোছাতে ব্যস্ত। এক বন্ধু ব্যস্ত থাকলে অন্য বন্ধুকে তো বুঝতেই হবে। আমি সব সময় তোর পাশে আছি। শুধু আমাকে কখনও ভুলে যাস না।” 

সুশান্তের প্রোফাইল দেখে প্রশ্ন উঠেছে, তবে কি সুতপার জন্যেই এই স্টেটাসগুলি দিয়েছিল সুশান্ত? কার জন্যই বা ছিল “ওয়েটিং কর, ম্যায় আ রহা হুঁ!”-র এই হুঁশিয়ারি৷ মনোবিদদের একাংশ বলছে, প্রেম হোক বা বিচ্ছেদ, আজকাল ভার্চুয়াল মাধ্যমেই তার বহিঃপ্রকাশ ঘটে৷ আবার এক অংশ বলছে, কাউকে মনের কথা বলতে না পেরে রাগ, দুঃখ, প্রেম-পুরোটাই উগরে দেওয়া হয় ভার্চুয়াল মাধ্যমে৷