SSC মামলায় ফের তলব, CBI দফতরে পৌঁছলেন মন্ত্রী পরেশ অধিকারী

SSC মামলায় ফের তলব, CBI দফতরে পৌঁছলেন মন্ত্রী পরেশ অধিকারী

cd6cb096152149f1d3abcb1c65f3ffb5

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়  শুক্রবার ফের পরেশ অধিকারীকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের হাজিরা দেওয়ার জন্য ডাকা হয় তাঁকে৷ সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে আসতে বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। যদিও সময়ের আগেই সকাল  ১০টা ৪৫ মিনিটে সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছে যান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জিজ্ঞাসাবাদ৷ 

আরও পড়ুন- পাটের দাম নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত বদল! ‘জয়’ অর্জুনের

বৃহস্পতিবার সকালেই মন্ত্রী এবং মন্ত্রী কন্যাকে নতুন করে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাঁর আইনজীবী জানান, মন্ত্রী পরেশ অধিকারী কোচবিহারে রয়েছেন৷ বাগডোগড়া হয়ে কলকাতায় আসতে সময় লাগবে। কারণ ৬টা ৩০ মিনিটের ফ্লাইট রয়েছে। তাই আজ বিকেলে ৩ টের মধ্যে তিনি সিবিআই দফতরে আসতে পারবেন না। এর পরেই বিধাননগর পুলিশ কমিশনারের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পরেশচন্দ্র অধিকারী দমদম বিমান বন্দরে নামার পরেই তাঁকে যেন এস্কর্ট করে সিবিআইয়ের দফতরে পৌঁছে দেওয়া হয়৷ আদালতের নির্দেশের কপি অবিলম্বে বিধাননগর CP কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

অভিযোগ, পরেশ কন্য অঙ্কিতা অধিকারীর এসএসসি চাকরিতে বেনিয়ম হয়েছে৷ ওয়েটিং লিস্টে থাকা প্রথম প্রার্থীকে সরিয়ে আচমকাই এক নম্বরে নিয়ে আসা হয় অঙ্কিতার নাম৷ এর পর তিনি চাকরিও পেয়ে যান৷  মঙ্গলবার আদালতে অঙ্কিতার প্রাপ্ত নম্বর ও তাঁর সম্পর্কিত যাবতীয় তথ্য আদানতকে জানান  এসএসসির সদ্য পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর পরেই মঙ্গলবার রাত আটটার মধ্যে পরেশকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷