পাটের দাম নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত বদল! ‘জয়’ অর্জুনের

পাটের দাম নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত বদল! ‘জয়’ অর্জুনের

49805d0ad2e84af09b6599600abfc422

কলকাতা: কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের দামের উর্দ্ধসীমা প্রত্যাহার করে নিচ্ছে। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে থাকা জুট কমিশনের পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তিতে বর্তমানে কাঁচা পাটের অবস্থা পর্যালোচনা করে গত ৩০ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তি আগামীকাল থেকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান হয়েছে। এই প্রেক্ষিতে বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি আগামীকাল জারি হতে পারে। উল্লেখ্য গত সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি জারি করে জুট কমিশন কাঁচা পাটের দাম কুইন্ট্যাল প্রতি ৬ হাজার ৫০০ টাকায় বেঁধে দেওয়ায় বিজেপি সাংসদ অর্জুন সিং এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পীয়ুষ গোয়েল সম্প্রতি তাঁর সঙ্গে বৈঠকও করেছিলেন। সুতরাং বলা যেতে পারে, কেন্দ্রের এই সিদ্ধান্তে বড় জয় পেলেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন- যুব নেতার মৃত্যুতে খুনের একাধিক প্রমাণ রয়েছে, হাইকোর্টে দাবি বিজেপি আইনজীবীর

পাটের দামের ইস্যুকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে অনেকে মনে করেছিলেন যে অর্জুন সিং হয়তো তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন। কারণ এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত তিনি চিঠি লিখেছিলেন। জানিয়েছিলেন, কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে তিনি তাঁর পাশে আছেন। তবে তার পরবর্তী সময়ে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পীয়ুষ গোয়েল অর্জুনের সঙ্গে বৈঠক করেছিলেন। তারপরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া কথা সামনে এল। যদিও বিজেপি সাংসদের সঙ্গে পাল্টা মতবিরোধ পর্যন্ত হয়েছিল কেন্দ্রের। বলা হয়েছিল, ২০২০ সালে পশ্চিমবঙ্গ সরকার নিজেই পাটের দামের ঊর্ধ্বসীমা বাড়িয়েছিল। তখন অর্জুন কেন প্রতিবাদ করেননি তাও জানতে চাওয়া হয়। তবে এখন সেসব অতীত। কেন্দ্রের সিদ্ধান্তে অর্জুনের জয় বলেই বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *