৪৫ দিন পর বোলপুরে ফিরলেন অনুব্রত, ফুল দিয়ে অভ্যর্থনা সভাপতিকে

৪৫ দিন পর বোলপুরে ফিরলেন অনুব্রত, ফুল দিয়ে অভ্যর্থনা সভাপতিকে

4274484012295b4e1b460d917cd05ea0

কলকাতা: ৪৫ দিন পর বীরভূমে বোলপুরের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল৷ গরু পাচার মামলায় বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ এর পর আজ দুপুরে চিনার পার্কের ফ্ল্যাট থেকে রওনা দেন বোলপুরের উদ্দেশে৷ বিকেলে তাঁর কনভয় বোলপুর পৌঁছতেই ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানায় দলীয় কর্মী-সমর্থকরা৷ 

আরও পড়ুন- মন্ত্রী-কন্যার চাকরি খারিজ থেকে মাথায় বন্দুক ঠেকালেও… ইতিহাস লিখছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এদিন তাঁর বাড়ির সামনেই একটি মঞ্চ তৈরি করা হয়েছিল৷ সেই মঞ্চ থেকে বক্তব্য রাখেন অনুব্রত মণ্ডল৷ তিনি জানান, দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ৷ আজ যাঁরা এখানে এসেছেন তাঁদের ধন্যবাদ৷ বেশি কথা না বলে এর পর বাড়িতে ঢুকে পড়েন তিনি৷ তাঁর বাড়ির রাস্তা জুড়ে ছিল সমর্থকদের ভিড়৷ অনুব্রতর ছবি, দলীয় পতাকা হাতে স্লোগান তুলেছিলেন তাঁরা৷ 

গত ৬ এপ্রিল গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। তার আগে ৫ এপ্রিল বীরভূম থেকে কলকাতায় আসেন তিনি৷ ৬ তারিখ সকালে সময় মতো বাড়ি থেকেও বেরিয়েওছিলেন অনুব্রত৷ কিন্তু কিছু দূর যাওয়ার পরেই নাটকীয় বাঁক নেয় তাঁর গাড়ি৷ সিবিআই দফতরে না গিয়ে তিনি পৌঁছে যান এসএসকেএম-এ৷ শারীরিক অসুস্থতার জন্য ভর্তি হন উডবার্ন ওয়ার্ডে। এর পর থেকে কলকাতাতেই ছিলেন তিনি৷ গতকাল সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পর আজ বোলপুরে ফেরেন৷