নয়াদিল্লি: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তবে এখনই হচ্ছে না তাঁর আবেদনের শুনানি৷ সূত্রের খবর, পার্থর আবেদনে বেশ কিছু ত্রুটি রয়েছে৷ ত্রুটিমুক্ত ভাবে ফের আবেদন করতে বলা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দেওয়ার পর সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন- প্রাণও দিয়ে দেব! পাহাড়ে নির্বাচন ঘোষণা হতেই অনশনে গুরুং
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা৷ কিন্তু সেখানেও পদ্ধতিগত ত্রুটি থাকায় মামলা গ্রহণ করা সম্ভব হয়নি৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার পরেই শীর্ষ আদালতে মামলা করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেখানেও ত্রুটি থাকার জেরে এখনও এই মামলার দ্রুত শুনানি সম্ভব হচ্ছে না সর্বোচ্চ আদালতে।
কলকাতা হাই কোর্টের সিঙ্গের বেঞ্চের নির্দেশেই গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ৷ সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷ এসএসসি দুর্নীতি মামলায় আজ দ্বিতীয়বার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার আগে পার্থর নাকতলার বাড়িতে যান তাঁর আইনজীবীরা। এরপরেই সকাল ১০টা ১৭ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দেন পার্থ৷ নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে নিজের আয়কর সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেন পার্থ চট্টোপাধ্যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>