কলকাতা: গত ১৩ মার্চ খুন হন পানিহাটি ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল তাঁকে। মৃত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী যে সক্রিয় রাজনীতিতে আসবেন তা তখন থেকেই ইঙ্গিত মিলেছিল। আজ বারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়বেন মীনাক্ষী।
আরও পড়ুন- অনুব্রতকে খুনের ছক? বিস্ফোরক বিজেপি বিধায়ক! এফআইআর দায়ের তৃণমূলের!
এদিন ভোটের মনোনয়ন জমা দেওয়া পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মৃত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী জানান, তিনি স্বামীর আদর্শে কাজ করতে চান। স্বামী যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন সেভাবেই তিনি দাঁড়িয়ে তাদের সাহায্য করতে চান। এই বিষয়ে দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের দাবি, মীনাক্ষী ভোটে বিপুলভাবেই জিতবে। সাধারণ মানুষই তাঁকে জিতিয়ে অনুপম দত্তের খুনের জবাব দেবে। আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন মীনাক্ষী। তাঁর কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মায়ের মতো। একই সঙ্গে বলেছিলেন, তাঁর স্বামী যে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে নেমেই তিনি একই পথে পা মিলিয়ে চলতে চান।
এদিকে তাঁর স্বামীর মৃত্যু প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, তাঁর স্বামীর অনেক শত্রু ছিল। কে, কোথায়, কীভাবে সব পরিকল্পনা করেছে তা জানা কঠিন। কিন্তু যেভাবে তাঁকে খুন করা হয়েছে সেটা পরিকল্পনা না থাকলে হয় না। অনুপম দত্ত খুনের মূল অভিযুক্তকে ঘটনার কিছুদিনের মধ্যেই গ্রেফতার করে পুলিশ৷ সে একজন সুপারি কিলার৷ তৃণমূল কাউন্সিলরকে গুলি করার পর তেঁতুলতলা এলাকার হোগলাবনে লুকিয়ে ছিল সে৷