বাংলা সহ বিভিন্ন রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক মোদীর, চলছে প্রস্তুতি

বাংলা সহ বিভিন্ন রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক মোদীর, চলছে প্রস্তুতি

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ‘আজাদী কা অমৃত মহোৎসব’ শীর্ষক একটি আলোচনায় ভার্চুয়ালি এই রাজ্য সহ বিভিন্ন রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক হবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা সফরে থাকায় আলোচনায় এই রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকরা ছাড়াও অর্থ সচিব মনোজ পন্থ উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এইদিকে আগামীকালের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত বৈঠক নিয়ে অর্থসচিব আজ বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে তাদের উপস্থিত থাকার কথা বলেছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: রোগের নাম শোনেনি এমন দেশেও ‘মাঙ্কিপক্স’! প্রবল চিন্তায় WHO

৭৫ তম স্বাধীনতা দিবসের ৭৫ সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করেন ‘‌আজাদি কা অমৃত মহোৎসবে’‌র। অর্থাৎ এর সূচনা হয়েছে গত বছর। সবরমতী আশ্রম থেকে এর সূচনা হয়। এই মহোৎসব ভারত সরকার আয়োজিত বৃহৎ এক অনুষ্ঠানের একটা ছোট্ট অংশ। আসলে ভারতের স্বাধীনতা সংগ্রামে সামিল থেকেছেন যাঁরা তাঁদের স্মরণ করার জন্য এই উদ্যোগ নিয়েছে দেশের কেন্দ্রীয় সরকার। এর প্রেক্ষিতে যে অনুষ্ঠানসূচি তৈরি হবে তার দায়িত্বে থাকা কমিটির শীর্ষে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + three =