ভারতের হুঁশিয়ারিতে কোভিশিল্ডকে ‘স্বীকৃতি’ ব্রিটেনের, কোয়ারেন্টাইন জট অব্যাহত

ভারতের হুঁশিয়ারিতে কোভিশিল্ডকে ‘স্বীকৃতি’ ব্রিটেনের, কোয়ারেন্টাইন জট অব্যাহত

লন্ডন: সম্প্রতি ব্রিটেনের এক নতুন নিয়ম ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। ঘোষণা করা হয়েছিল যে, ভারতের সিরাম ইন্সটিটিউটের ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন নিলে সে দেশে কোয়ারেন্টাইনে থাকতে হবে, কারণ ওই ভ্যাকসিন যারা নেবেন তাঁদের ‘আনভ্যাক্সিনেট’ ধরে নেবে প্রশাসন। অর্থাৎ কোভিশিল্ড ভ্যাকসিনকে ব্রিটেন স্বীকৃতি দিচ্ছিল না। এই নিয়ম সামনে আসার পরেই চরমভাবে প্রতিরোধ করে ভারত। তারপরেই টিকা নিয়ে জট কেটে গিয়েছে। কিন্তু কোয়ারেন্টাইনের জট কাটেনি। এখনও ব্রিটেন ঘোষণা করেছে যে, এই ভ্যাকসিনকে মান্যতা দেওয়া হলেও এই ভ্যাকসিন যারা নিয়েছেন তারা ব্রিটেনে এলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতেই হবে। 

আরও পড়ুন- ‘বাবুল একা নয়, এখনও কিছু বিশ্বাসঘাতক পড়ে রয়েছে,’ বিস্ফোরক তথাগত রায়

ভারত থেকে একাধিক পড়ুয়া ব্রিটেনে পড়তে বা কর্মসূত্রে যান। তাই এই কোয়ারেন্টাইনের নিয়ম জারির পরই বিতর্ক শুরু হয়। আরও অবাক করার বিষয়, যে ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দিয়েছে, তাকে ব্রিটেন প্রশাসন পাত্তা দিচ্ছে না। সেই প্রেক্ষিতে গতকালই বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানান, ব্রিটেন কোভিশিল্ডকে বৈধ করোনা টিকা হিসেবে স্বীকৃতি না দেওয়ার ফলে ভারত থেকে ব্রিটেনে যাওয়া যাত্রীরা সমস্যায় পড়ছেন। এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে। ব্রিটেন যাতে দ্রুত সিদ্ধান্ত বদল করে তাই নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়। আরও জানান হয়, সিদ্ধান্ত বদল না করলে, ভারতের তরফেও একই রকম নিয়ম কার্যকর করা হবে ভারতে আসা ব্রিটেন নাগরিকদের জন্য। তবে অবশেষে এখন ভ্যাকসিন নিয়ে জট কাটল। কিন্তু কোয়ারেন্টাইন জট অব্যাহত। 

আরও পড়ুন- মানুষের টাকা নিয়ে চুপচাপ বসে থাকব না! স্পষ্টবক্তা বাবুল

প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত স্বীকৃত করোনা টিকার মধ্যে রয়েছে মডার্না, জনসন অ্যান্ড জনসন, অক্সফোর্ড-অ্যস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, চিনের সাইনোফার্ম এবং ভারতের কোভিশিল্ড। যদিও এখন ব্রিটেন ঘোষণা করেছে, আগামী ৪ অক্টোবর থেকে কোভিশিল্ডকে করোনা টিকা হিসাবে গণ্য করা হলেও দুটি টিকাপ্রাপ্ত ভারতীয়দের সে দেশে এসে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এবার দেখা যাক এই নিয়ে কোনও নতুন বিতর্ক সৃষ্টি হয় কিনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =