অসুস্থ বিল ক্লিনটন, হাসপাতালে ভর্তি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

অসুস্থ বিল ক্লিনটন, হাসপাতালে ভর্তি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

ওয়াশিংটন: হাসপাতালে ভর্তি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন৷ জানা গিয়েছে রক্তে সংক্রমণ রয়েছে তাঁর৷ তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ বৃহস্পতিবার রাতে বিল ক্লিনটনের অসুস্থতার রিপোর্টটি জানান তাঁর মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা৷  

আরও পড়ুন- বহু জায়গায় ভাঙা হয়েছে দুর্গা প্রতিমা! প্রবল উত্তেজনা বাংলাদেশে

তিনি জানিয়েছেন, ‘গত মঙ্গলবার অসুস্থ বোধ করেন প্রাক্তন প্রেসিডেন্ট৷ তাঁকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ নিয়মিত পর্যবেক্ষণে রাখার জন্যই তাঁকে সেখানে রাখা হয়েছে। বিল ক্লিনটনকে অ্যান্টিবায়োটিকের সঙ্গে তরল খাবার দেওয়া হচ্ছে৷ চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি।’ উরেনা আরও জানিয়েছেন, ‘প্রথম দু’দিনের মধ্যেই প্রাক্তন প্রেসিডেন্টের রক্তে শ্বেত রক্তকণিকার মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে৷’

জানা গিয়েছে, বিল ক্লিনটনের শরীর স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত তাঁর কার্ডিওলজিস্ট ও ব্যক্তিগত মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছেন হাসপাতালের চিকিৎসকরা৷ তিনি যে ভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তাতে খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, ২০০৪ সালে বাইপাস সার্জারি হয় ক্লিনটনের৷ তার পর থেকে সম্পূর্ণ বদলে যায় তাঁর ডায়েট৷ বাদ পড়ে প্রিয় চর্বি জাতীয় খাবার৷ বদলে চিকিৎসকের পরামর্শে তিনি আপাতত নিরামিশভোজী৷ 

১৯৯৩ সালে আমেরিকার ৪২তম প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার মার্কিন মসনদে বসেন ক্লিনটন৷ ২০০১ সাল পর্যন্ত ছিলেন মার্কিন প্রশাসনের শীর্ষে৷ সুদর্শন চেহারার সঙ্গে তাঁর বাগ্মীতা তাঁকে বিশ্ব দরবারে জনপ্রিয় করে তুলেছিল৷ তবে পরবর্তী সময়ে একাধিক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন৷ যা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + three =