SSC: রঞ্জন গ্রেফতার হল না কেন? সিবিআইকে করা প্রশ্নের উত্তর পেল না আদালত

SSC: রঞ্জন গ্রেফতার হল না কেন? সিবিআইকে করা প্রশ্নের উত্তর পেল না আদালত

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: কেন রঞ্জন গ্রেফতার হল না? কেনই বা তাকে গ্রেফতার করা যাচ্ছে না? সে কি বাংলাদেশে পালিয়ে গিয়েছে না এই দেশেতেই রয়েছে? সিবিআই আধিকারিকদের উদ্দেশ্যে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আসলে এসএসসি দুর্নীতি মামলায় এই রঞ্জনের নাম এসেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস এই নাম নিয়ে একটি ভিডিও করেছিলেন যা ভাইরাল হয়ে যায়। সেই নিয়ে আজ বিচারপতি খোদ উপেন বিশ্বাসকে বলেন যে, তিনি সারা দেশ বাসীর কাছে খুব পরিচিত। তিনিই রঞ্জন সম্পর্কে বলছেন তিনি সৎ! তবে রঞ্জন সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘রঞ্জন আমার কাছে একটি কাল্পনিক চরিত্রের মতো। যাঁরা আমার সঙ্গে দেখা করতে আসতেন তাঁদের কাছে শুনেছি রঞ্জন নাম। জানতে পেরেছি রঞ্জন কাল্পনিক হলেও মূল ব্যক্তি চন্দন।’

আরও পড়ুন- কয়লা পাচার মামলায় CBI-এর দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে শওকত মোল্লা

উপেন আজ আদালতে আরও জানান, ‘আমার কাছে বহু অভিযোগ এসেছিল। কিন্ত আমি এতটাই অসহায় ছিলাম যে পুলিশের কাছে যে অভিযোগ করবো তারও উপায় ছিল না। একজন পুলিশ কনস্টেবলকেও কোনও নির্দেশ দিতে পারিনি। কারণ তাঁরা জেলা সভাপতির কথা ছাড়া এক পা এগোয় না।’ তাঁর এই মন্তব্য আরও বেশি করে বিতর্ক সৃষ্টি করেছে। তবে সিবিআই তদন্ত নিয়ে উপেন জানিয়েছেন, ‘আমি মনে করছি আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করুক। যাতে ইচ্ছে থাকলেও প্রধানমন্ত্রী সেখানে হস্তক্ষেপ করতে না পারেন। সিবিআই যে টিম গঠন করবেন যেখানে যতজন সদস্য থাকবেন তাঁদের শুধুমাত্র এই নিয়োগ সংক্রান্ত মামলারই তদন্ত করবেন। তাঁরা যাতে অন্য কোন মামলায় তদন্ত না করেন। যাঁরা এই তদন্তের দায়িত্বে থাকবেন তাঁদের নাম প্রকাশ করতে হবে। যাতে পরে আদালতের কাছে কোন ধোঁয়াশা না থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *