শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের অভিযোগ!

শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের অভিযোগ!

কলকাতা: অস্বস্তি পিছু হটছে না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কয়েক সপ্তাহ আগেই বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন। যদিও সেই সাসপেনশন এখন প্রত্যাহার হয়ে গিয়েছে। কিন্তু সেটা হওয়ার পরেই ফের একবার তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলা হল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই এই অভিযোগ। তাঁর বিরুদ্ধে এবার অভিযোগ এনেছেন নৈহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক।

আরও পড়ুন- জ্বালানির দাম বাড়তেই বাজারে আগুন, কত বাড়ল চাল-তেলের দাম?

কয়েকদিন আগেই মুকুল রায়ের দলত্যাগ ইস্যুতে কথা বলতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য ছিল, স্পিকার বলছেন মুকুল রায় বিজেপিতে। আর মুকুল রায় নিজে বলছে তিনি তৃণমূলে। এই ব্যাপারটা হয়তো স্পিকার গিলতেও পারছেন না, উগরাতেও পারছে না। খেতেই জানেন না তাই পারছেন না। শুভেন্দুর এই মন্তব্যকে অপমানজনক বলছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক। তাঁর কথায়, স্পিকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য অপমানজনক তো বটেই, তা বিধানসভার স্বাধিকার ভঙ্গেরও সমান। তাই তিনি তাঁর বিরুদ্ধে নোটিস এনেছেন। উল্লেখ্য, গত এক বছরে এই নিয়ে তৃতীয়বার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

প্রসঙ্গত, বিধানসভায় সাসপেন্ড হওয়ার প্রতিবাদে বেশ কয়েক দিন ধরেই প্রতিবাদে বসেছিল বিজেপি বিধায়করা। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারীই। আগে সাসপেনশন তোলার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, বিজেপির দেওয়া প্রস্তাবে ভুল ছিল। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছিল গেরুয়া শিবির। কিন্তু এখন তাদের সেই সাসপেনশন তুলে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eight =