কলকাতা: কয়লাপাচার কাণ্ডে নয়া মোড়৷ খোদ সিবিআই-এর প্রধান তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার থানায় দায়ের হল এফআইআর। অভিযোগ, সাক্ষী হিসেবে এক ব্যক্তিকে ডেকে নিয়ে গিয়ে হুমকি দিয়েছেন তিনি৷ নিজেদের দাবিমতো তাঁকে দিয়ে বয়ান দেওয়ানো হয়েছে বলেও অভিযোগ।
আরও পড়ুন- ব্রেকিং: আনিস মামলায় CBI তদন্তের আর্জি খারিজ, SIT-এই আস্থা হাই কোর্টের
ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন হাইবার আখান নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, সাক্ষী হিসেবে তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। তিনি সিবিআই দফতরে যাওয়ার পর জিজ্ঞাসাবাদের নামে তাঁকে রীতিমতো হুমকি দেন উমেশ-সহ উপস্থিত বাকি সিবিআই অফিসাররা। তাঁর দাবি, তাঁকে চাপ দিয়ে সিবিআই আধিকারিকরা নিজেদের মতো বয়ান রেকর্ড করিয়েছে৷ হাইবার আখানের লিখিত অভিযোগের ভিত্তিতেই বিষ্ণুপুর থানার পুলিশ একাধিক ধারায় উমেশ ও সিবিআই-এর অন্যান্য তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে এফআইআর করে। পুলিশ সূত্রে খবর, রাজ্য পুলিশের সিআইডি ওই এফআইআরের নথি সংগ্রহ করেছে। তাঁরা অভিযোগকারীর সঙ্গেও কথা বলছেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>