ব্রেকিং: আনিস মামলায় CBI তদন্তের আর্জি খারিজ, SIT-এই আস্থা হাই কোর্টের

ব্রেকিং: আনিস মামলায় CBI তদন্তের আর্জি খারিজ, SIT-এই আস্থা হাই কোর্টের

edca9812ae63a1ab60272b81916b62c6

কলকাতা:  সিবিআই তদন্তের প্রয়োজন নেই৷ আনিস খান মৃত্যু মামলায় স্পেশ্যাল ইনভেস্টিগেন টিম বা সিট-এর উপরেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট৷ আদালত মনে করছে সিবিআই-কে এই মামলা হস্তান্তরের প্রয়োজন নেই৷ দ্রুত তদন্ত শেষ করে আদালত চার্জশিট পেশ করবে৷ 

শুরু থেকেই আনিস খানের পরিবার ও তাঁদের আইনজীবীরা সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে৷ তবে আজ সেই আবেদন খারিজ করে সিটের উপরেই আস্থা রাখল আদালত৷  পাশাপাশি বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই মামলায় যাবতীয় নথি ও ফুটেজ দেখার পর এই মামলার তদন্তভার সিবিআই-কে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন না তিনি৷ 

রাজ্যের তরফে বলা হয়েছিল, এই মামলায় উপযুক্ত ভাবে তদন্ত করা হচ্ছে৷ ঘটনার তদন্তে দ্রুত সিট গঠন করা হয়েছে৷ পাশাপাশি রাজ্যের তরফে জানানো হয়, আনিস খানের মৃত্যু মামলায় যে সকল পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হবে৷ এদিন রাজ্যের কথাই মেনে নিল আদালত৷ সিট-এর উপরেই আস্থা রাখলেন বিচারপতি রাজশেখর মান্থা৷ কোনও কাজ বাকি থাকলে পরবর্তী পর্যায়ে সিট-ই সেই কাজ শেষ করবে বলে জানান বিচারপতি৷ 

 
গত ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় আমতার ছাত্র নেতা আনিস খানের। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে তাঁর পরিবার। ঘটনার তদন্তে দ্রুত সিট গঠন করে রাজ্য সরকার৷ যদিও আনিসের পরিবার প্রথম থেকেই জানায় সিটের তদন্তে তাঁদের আস্থা নেই৷ সেই কারণেই আনিসের বাবা সালেম খান হাই কোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি জানান। সেই আবেদন কার্যত খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ তবে তদন্ত যত এগিয়েছে ততই আদালতের প্রশ্নের মুখ পড়েছে পুলিশি তদন্তও।

এর আগে হাই কোর্টে রাজ্যের তরফে সওয়াল করা হয়েছিল, খুন কিংবা আত্মহত্যা নয়, হাওড়ার ছাত্রনেতার মৃত্যু একটি ‘দুর্ঘটনা’৷ তবে সেটা হয়েছে পুলিশের গাফিলতিতেই। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ঘটনার দিন রাতে পুলিশের ধাক্কাতেই ছাদ থেকে পড়ে গিয়েছিলেন আনিস খান৷ যদিও তার কোনও তথ্যপ্রমাণ নেই। তবে এক্ষেত্রে পুলিশের যে গাফিলতি ছিল, তা পরিষ্কার।