আমতা: আনিস খান মৃত্যু মামলায় স্পেশ্যাল ইনভেস্টিগেন টিম বা সিট-এর ওপরেই আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট৷ আদালত মনে করছে সিবিআই-কে এই মামলা হস্তান্তরের প্রয়োজন নেই৷ কিন্তু এমনটা মনে করছে না খোদ আনিসের পরিবার। তাদের আশঙ্কা, সিট সমস্ত নথি এবং প্রমাণ নষ্ট করে দিতে পারে। তাই তারা এই রায়ের বিরোধিতা করে সিবিআই তদন্তের দাবিই করছে। জানা গিয়েছে, আনিসের পরিবার এই দাবি নিয়ে এবার যাচ্ছে ডিভিশন বেঞ্চে।
আরও পড়ুন- আনিস মামলায় CBI তদন্তের আর্জি খারিজ, SIT-এই আস্থা হাই কোর্টের
কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা শোনার পর আনিসের পরিবারের তরফ থেকে জানান হয়েছে, সিটের ওপর তাদের কোনও ভরসা নেই। এমনিতেই অনেকটা সময় কেটে গিয়েছে এবং তাদের আশঙ্কা যে তথ্য অনেক লোপাট করে দিতে পারে পুলিশ। সেই কারণেই তারা আরও বেশি করে সিবিআই তদন্ত চাইছে। তাই হাইকোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনিসের বাবা, দাদা। তাদের আরও অভিযোগ, অনেক তথ্যই সিট লুকিয়ে গিয়েছে, তার কোনও রিপোর্ট নেই। তাই এইভাবে তাদের ওপর ভরসা কেউ করতে পারছে না। তাই সিবিআই তদন্তই চাইছেন তারা সকলে।
গত ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় আমতার ছাত্র নেতা আনিস খানের। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে তাঁর পরিবার। ঘটনার তদন্তে দ্রুত সিট গঠন করে রাজ্য সরকার৷ যদিও আনিসের পরিবার প্রথম থেকেই জানায় সিটের তদন্তে তাঁদের আস্থা নেই৷ সেই কারণেই আনিসের বাবা সালেম খান হাই কোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি জানান। তবে আজ সে আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, যাবতীয় নথি ও ফুটেজ দেখার পর এই মামলার তদন্তভার সিবিআই-কে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন না তিনি৷