আগেই দ্রৌপদীর নাম প্রস্তাব করেছিলেন কুণাল, তাহলে তৃণমূল সমর্থন করুক, পাল্টা সুকান্ত

আগেই দ্রৌপদীর নাম প্রস্তাব করেছিলেন কুণাল, তাহলে তৃণমূল সমর্থন করুক, পাল্টা সুকান্ত

920a12ad6d6f6caaee56469704e53ca0

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই হবে দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী শিবিরের যশবন্ত সিনহার৷ ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল তথা ওডিশার প্রাক্তন বিধায়ক এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ এরই মধ্য উঠে এলে বিস্ফোরক তথ্য৷ ২০১৭ সালে দ্রৌপদী মুর্মু সহ তিনজনের নাম প্রস্তাব করেছিলেন কুণাল ঘোষ৷ নাজমা হেপতুল্লা, দ্রৌপদী মুর্মু ও প্রণব মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব করে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে৷ চিঠি দেখিয়ে এমনটাই জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র৷ 

আরও পড়ুন- আদালতের নির্দেশ অমান্য, SSC চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দিতে বলল হাই কোর্ট

এ প্রসঙ্গে এদিন কুণাল বলেন, প্রত্যেকটি সময়ের একটা পৃথক চালচিত্র থাকে৷ সেটা ২০১৭ সাল৷ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে তখন কোনও তরফ থেকেই কোনও নাম আসেনি৷ সেই সময় একজন নাগরিক ও সাংসদ হিসাবে তিনজনের নাম প্রস্তাব করেছিলাম৷ নাজমা হেপতুল্লা ও দ্রৌপদী মুর্মু এবং প্রণব মুখোপাধ্যা৷ প্রণব মুখোপাধ্যায়কে দ্বিতীয়বার রাষ্ট্রপতি করা যায় কিনা, সেই বিষয়টি চিন্তাভাবনা করার কথা বলেছিলাম৷ প্রধানমন্ত্রী প্রাপ্তি স্বীকারের চিঠিও দিয়েছিলেন৷ কুণাল আরও বলেন, এখন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে এনডিএ৷ কিন্তু তিনি তাঁদের প্রথম পছন্দ নয়৷ বেঙ্কাইয়া নাইডুকে কেন্দ্র করে বিজেপি’র যে সমীকরণ, সেই কাটাকুটির খেলার মধ্যে দিয়ে দ্বিতীয়বার তৃতীয় পছন্দ হিসাবে দ্রৌপদী মুর্মুকে সামনে আনা হয়েছে৷ 

এর জবাবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার প্রস্তাব যদি দিয়েই থাকেন কুণাল ঘোষ, তাহলে এনডিএ প্রার্থীকে তৃণমূল ভোট দেবে তো? আগে সেটা পরিষ্কার করুন৷ তিনি বলেন, একজন আদিবাসী মহিলাকে আমরা রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছি৷ সেই আদিবাসী মহিলাকে তৃণমূলের সাংসদ বিধায়করা ভোট দেবেন কি দেবেন না, সেটা থেকেই প্রমাণিত হবে তৃণমূল কংগ্রেস কতটা আদিবাসী বিরোধী৷