আদালতের নির্দেশ অমান্য, SSC চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দিতে বলল হাই কোর্ট

আদালতের নির্দেশ অমান্য, SSC চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দিতে বলল হাই কোর্ট

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে সশরীরে হাজিরা দেওয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে এসএসসি চেয়ারম্যানকে আজালতে হাজিরা দিতে হবে৷ এমনটাই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 

২০১৬ সালের নবম দশম শ্রেণীর ভূগোল সহ অন্যান্য বিষয়ে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। চাকরি প্রার্থীদের অভিযোগ, ভুগোল ছাড়াও বাংলা, ইংরেজি, সাংস্কৃতে কম নম্বর পেয়েও চাকরি পেয়েছেন বেশ কিছু প্রার্থী। তাঁরা এখনও বহাল তবিয়তে চাকরি করছে৷  স্কুল সার্ভিস কমিশন সেই নম্বর প্রকাশ করেনি। মামলাকারিদের দাবি ছিল, কমিশন পরীক্ষার নম্বর প্রকাশ  করুক। সেই মামলাতেই এসএসসি-র কাছে সেই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছিল। বলা হয়েছিল, ২২ জুনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় সিদ্ধার্থ মজুমদারকে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর।

এদিকে মামলাকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের আইনজীবী সুতনু পাত্র বলেন, স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম সিবিআই নিজেদের হেফাজতে রেখেছে। তাদের অনুমতি পেলে তবেই ওই রুম ব্যবহার করা যাবে এবং নম্বর প্রকাশ করা সম্ভব হবে। এর পরেই আদালত জানতে চায় এ বিষয়ে চিঠি দিয়ে সিবিআইকে তারা কিছু জানিয়েছেন কিনা। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই বৃহস্পতিবার তলব করা হয়েছে কমিশনের চেয়ারম্যানকে।