যাদবপুরের ছাত্রীকে ‘যৌন হেনস্থা’, অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

যাদবপুরের ছাত্রীকে ‘যৌন হেনস্থা’, অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে কাঠগড়ায় অধ্যাপক৷ অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে এবার পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পঠনপাঠন সংক্রান্ত কোনও কাজে অভিযুক্ত শিক্ষককে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সিভিক পুলিশ, সিভিক সেনা, এবার সিভিক শিক্ষক! কটাক্ষ সেলিমের

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী৷ গবেষণারত ওই ছাত্রী নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘ইচ্ছাকৃতভাবে আমার সুপারভাইজার গবেষণাপত্র জমা দিতে দেরি করছিলেন আমার সুপারভাইজার। কয়েক সপ্তাহ আগে কারণটা জানতে পারি। উনি আমায় ওঁর অফিসে ডেকে পাঠান। ওঁর নজর ছিল আমার উপর।’  ওই ছাত্রীর দাবি,  ওই অধ্যাপক নাকি তাঁর উরু আর গালে স্পর্শ করেছেন৷

এই ঘটনাটি সপ্তাহ দু’য়েক আগের বলে দাবি ওই ছাত্রীর৷ তাঁর দাবি, এই ঘটনার পর  তাঁকে নিজের কোয়ার্টারে ডেকে পাঠান ওই অধ্যাপক। গবেষণাপত্র নিয়ে আলোচনা করার নাম করে তাঁকে বিশ্ববিদ্যালয়ের গ্রিন জোনে দেখা করতে বলেন৷ তিনি জানান, অধ্যাপক তাঁকে বলেন একসঙ্গে গ্রিন জোনে বসবে!’ সেখান থেকে তিনি শিক্ষকের কোয়ার্টারে যান এবং সেখানেই তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।