কলকাতা: একাধিক দাবি নিয়ে আজ কলকাতা শহরে অভিযান করল ‘কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। তাঁদের ডাকেই আজ আরটিও অফিস অভিযান করা হয়। পার্ক সার্কাস লেডি ব্রেবোন কলেজের সামনে থেকে প্রায় ১ হাজার ৫০০ জনের মিছিল আরটিও অফিসে যায়। একই সঙ্গে, কলকাতা আরটিও অফিসের সেক্রেটারীকে ডেপুটেশন দেওয়া হয়।
আরও পড়ুন- এটা কি মগের মুলুক? কার সুপারিশে চাকরি? চুত্তি ভিত্তিক শিক্ষক মামলায় ভর্ৎসনা হাই কোর্টের
তাঁদের মূল দাবি, পলিউশন সার্টিফিকেট থাকার পরও ১০ হাজার ৪০ টাকা ফাইন করা চলবে না। দু’চাকার ক্যাবের কমার্শিয়াল লাইসেন্স দিতে হবে। নূতন গাড়ির রুট পারমিটে দেওয়া সময় হয়রানি বন্ধ করতে হবে এবং বিভিন্ন অজুহাতে ফাইন নেওয়া যাবে না। এছাড়াও তারা আরও দাবি করে বলেছে, অ্যাপ ক্যাব চালকদের স্বার্থে অবিলম্বে এগরিকেটর আইন চালু করতে হবে। পাশাপাশি বিভিন্ন ডকুমেন্টস রিনুয়াল করার সময় সীমা বাড়াতে হবে। তাঁদের এই দাবি শুনে আরটিও অফিসার আশ্বস্ত করে বলেছেন, কোনও কারণে পলিউশন কেসের এসএমএস আসলে ৭ কার্যকরী দিনের মধ্যে ফিট পলিউশন সার্টিফিকেট জমা করলে ফাইন করা হবে না। এদিকে, পারমিট দেওয়ার ক্ষেত্রে জটিলতাও করা হবে না।
অন্যদিকে, এই ইউনিয়নের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এগরিকেটর আইন চালু না হলে অন্য রকম আন্দোলন করা হবে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সম্পাদক মহ মনু, মানস চৌধুরী, সেখ আজম, নিখিল মাইতি সহ অন্যান্যরা।