কলকাতা: আবার রহস্য মৃত্যু, তবে এবার কোনও উড়তি মডেল বা অভিনেত্রীর নয়। রাজ্যের মন্ত্রীর ভাগ্নির। খড়গপুরের কোয়ার্টার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হলেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও মানসিক অবসাদ বা সমস্যা ছিল না তরুণীর তা জানার চেষ্টা চলছে। আর ভাগ্নির এই অকাল মৃত্যুতে একদিকে যেমন শোকস্তব্ধ রাজ্যের মন্ত্রী, অন্যদিকে তিনি হতবাকও। আসলে এই তরুণী সৌমেন মহাপাত্রের ভাগ্নি স্বাগতা ভট্টাচার্য।
আরও পড়ুন: গ্যাংটকে ভয়াবহ ভূমিধস, ঘুমের মধ্যে সলিলসমাধি মাসহ দুই শিশুর
পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় একজন চিকিৎসক ছিলেন ওই তরুণী। বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল তাঁর কিন্তু মাত্র ৬ মাস আগে বিচ্ছেদ হয়। সেখান থেকেই কোনও রকম অবসাদ তাঁকে গ্রাস করেছিল কিনা তা নিয়েই ধন্দ। এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তরুণী। তবে মাস ছয়েক আগে তাঁর বদলি হলে তিনি চলে যান খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কাজের পাশাপাশি সেখানের কোয়ার্টারে থাকতেন তিনি। আজ সকালে সেখান থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মা সকালে বাজার বেরোনোর পর তাঁকে ফোন করে। কিন্তু ফোনে পাওয়া যায়নি তাঁকে। এরপর বাড়ি এসে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি।
পূর্ব মেদিনীপুরের তমলুকের রথনালি এলাকায় স্বাগতার বাড়ি। পিজি থেকে এমবিবিএস এবং এমডি পাশ করেছিলেন তিনি বলেই জানা গিয়েছে। খড়্গপুরের আইআইটির কোয়ার্টারে মা’কে নিয়েও থাকতেন তিনি। এদিন মেয়েকে ডাকাডাকির পর কিছুটা শোরগোল সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ ডাকায় তারা এসে দরজা ভেঙে স্বাগতার ঝুলন্ত দেহ উদ্ধার করে।